কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস উদ্যাপন করল ঢাকার রাশিয়ান হাউস। আজ বুধবার রাশিয়ান হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, অনুষ্ঠান উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সেমিনারটি আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা সুলতান সালেহউদ্দিন এবং দিবালোক সিংহ ইউরি গ্যাগারিনের শৈশব, পেশাগত জীবন এবং তাঁর ঐতিহাসিক মহাকাশ উড্ডয়ন এবং সেই সঙ্গে রুশ মহাকাশ কর্মসূচির ইতিহাস এবং এই ক্ষেত্রে বৈশ্বিক অগ্রগতিতে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিভিন্ন সোভিয়েত এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রায় ১২০ সদস্য এবং স্থানীয় বেসরকারি সংস্থার অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
রাশিয়ান হাউস ‘দ্য ফার্স্ট হিউম্যান ফ্লাইট ইন স্পেস’ শিরোনামের একটি ছবির প্রদর্শনীর ব্যবস্থাও করেছে, যাতে ইউরি গ্যাগারিনের বিখ্যাত ফটোগ্রাফ এবং মানবতার জন্য তাঁর ঐতিহাসিক অর্জনগুলি রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মসহুরুল আমিন বলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার উৎক্ষেপণ পরিষেবার স্যাটেলাইট কোম্পানি গ্লাভকোসমসের সঙ্গে একটি সহযোগিতা সইয়ের মাধ্যমে দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তিনি রাশিয়ার সক্রিয় সহযোগিতায় ২০২৫ সালে বাংলাদেশের মহাকাশ যাত্রার আশাবাদ ব্যক্ত করেন।
এ উপলক্ষে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্কুলের ৬০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘স্পেস’ বিষয়ক একটি ড্রয়িং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাশিয়ান হাউসের প্রধান ম্যাক্সিম দোব্রোখোতোভ সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস উদ্যাপন করল ঢাকার রাশিয়ান হাউস। আজ বুধবার রাশিয়ান হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, অনুষ্ঠান উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সেমিনারটি আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা সুলতান সালেহউদ্দিন এবং দিবালোক সিংহ ইউরি গ্যাগারিনের শৈশব, পেশাগত জীবন এবং তাঁর ঐতিহাসিক মহাকাশ উড্ডয়ন এবং সেই সঙ্গে রুশ মহাকাশ কর্মসূচির ইতিহাস এবং এই ক্ষেত্রে বৈশ্বিক অগ্রগতিতে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিভিন্ন সোভিয়েত এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রায় ১২০ সদস্য এবং স্থানীয় বেসরকারি সংস্থার অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
রাশিয়ান হাউস ‘দ্য ফার্স্ট হিউম্যান ফ্লাইট ইন স্পেস’ শিরোনামের একটি ছবির প্রদর্শনীর ব্যবস্থাও করেছে, যাতে ইউরি গ্যাগারিনের বিখ্যাত ফটোগ্রাফ এবং মানবতার জন্য তাঁর ঐতিহাসিক অর্জনগুলি রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মসহুরুল আমিন বলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার উৎক্ষেপণ পরিষেবার স্যাটেলাইট কোম্পানি গ্লাভকোসমসের সঙ্গে একটি সহযোগিতা সইয়ের মাধ্যমে দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তিনি রাশিয়ার সক্রিয় সহযোগিতায় ২০২৫ সালে বাংলাদেশের মহাকাশ যাত্রার আশাবাদ ব্যক্ত করেন।
এ উপলক্ষে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্কুলের ৬০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘স্পেস’ বিষয়ক একটি ড্রয়িং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাশিয়ান হাউসের প্রধান ম্যাক্সিম দোব্রোখোতোভ সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে