শাহরিয়ার হাসান, ঢাকা

নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২০ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২৩ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৩৯ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
৪২ মিনিট আগে