শাহরিয়ার হাসান, ঢাকা

নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে