সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের বাবা সামসুল হকের নামে প্রতিষ্ঠিত স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’–এর নাম দাপ্তরিক ভাবে ‘মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়’ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার। তিনি বলেন, ‘সফটওয়্যার ও দাপ্তরিকভাবে ১৭ নভেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রস্তাবটি পাঠানো হয়। গত ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে নামকরণের নির্দেশনা দেওয়া হয়।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতা কর্মীসহ উপজেলা চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সব মিলিয়ে সবার প্রচেষ্টায় এ নাম পরিবর্তনের উদ্যোগ সফল হয়েছে। আগামী রোববার থেকে বিদ্যালয়ের মূল ফটক থেকে নাম সরিয়ে ফেলার কাজ শুরু হবে। এরই মধ্যে সব কাগজপত্রে নতুন নাম ব্যবহার শুরু হয়েছে।’
উল্লেখ্য, ১৯৬৮ সালে সাভারের ভাকুর্তায় মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই বিদ্যালয়ের জমিদাতা ছিলেন স্থানীয় ইমান আলী। পরে ইমান আলীর ভগ্নীপতি সামসুল হকের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটির নাম হয় ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’। বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি মেজর ডালিম সামসুল হকের ছেলে।

সাভারে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের বাবা সামসুল হকের নামে প্রতিষ্ঠিত স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’–এর নাম দাপ্তরিক ভাবে ‘মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়’ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার। তিনি বলেন, ‘সফটওয়্যার ও দাপ্তরিকভাবে ১৭ নভেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রস্তাবটি পাঠানো হয়। গত ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে নামকরণের নির্দেশনা দেওয়া হয়।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতা কর্মীসহ উপজেলা চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সব মিলিয়ে সবার প্রচেষ্টায় এ নাম পরিবর্তনের উদ্যোগ সফল হয়েছে। আগামী রোববার থেকে বিদ্যালয়ের মূল ফটক থেকে নাম সরিয়ে ফেলার কাজ শুরু হবে। এরই মধ্যে সব কাগজপত্রে নতুন নাম ব্যবহার শুরু হয়েছে।’
উল্লেখ্য, ১৯৬৮ সালে সাভারের ভাকুর্তায় মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই বিদ্যালয়ের জমিদাতা ছিলেন স্থানীয় ইমান আলী। পরে ইমান আলীর ভগ্নীপতি সামসুল হকের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটির নাম হয় ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’। বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি মেজর ডালিম সামসুল হকের ছেলে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে