নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মশার লার্ভা ধ্বংস করতে আগামী সোমবার (৭ আগস্ট) থেকে জৈব কীটনাশক প্রয়োগ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল রোববার নতুন এই কীটনাশক প্রয়োগের কথা থাকলেও পরিবর্তন করে পর দিন করার কথা জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ।
ডিএনসিসির তথ্য অনুসারে, যে জৈব কীটনাশক প্রয়োগ করা হবে সেটির নাম বিটিআই কীটনাশক। এর পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরাইলেন্সিস (বিটিআই) হলো এক ধরনের ব্যাকটেরিয়া। মশা ও মাছির মতো পতঙ্গের লার্ভার জৈব নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। বিটিআই মূলত বিষাক্ত পদার্থ তৈরি করে যা বিভিন্ন প্রজাতির মশা, ছত্রাক এবং মাছির লার্ভা মেরে ফেলতে পারে। তবে অন্যান্য জীবের ওপর প্রায় কোনো প্রভাব নেই।
২৫ গ্রামের এক প্যাকেট বিটিআই ১০ লিটার পানিতে ২৫ থেকে ৫০ বর্গমিটার এলাকায় ছিটাতে হয়। প্রাথমিকভাবে ঢাকার সড়কের পাশের নালায় এই ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
এ ব্যাপারে জানতে চাইলে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ড. কবিরুল বাশার বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালীর কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই আনতে পেরেছি। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের কনফারেন্স হবে। আমাদের কর্মকর্তারা বিশেষজ্ঞ টিমের কাছ থেকে জানবে বিটিআই কীটনাশকটি কীভাবে মিক্সিং হবে, কীভাবে ও কোথায় ব্যবহার হবে। তারপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কীটনাশক বিটিআই প্রয়োগ করা হবে।’
গত মঙ্গলবার সিঙ্গাপুর থেকে পাঁচ টন বিটিআই এসে পৌঁছে ডিএনসিসিতে। সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কাছ থেকে এটি এনেছে মার্শাল অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতি কেজি বিটিআইয়ের দাম পড়েছে ৩ হাজার ৩৮৫ টাকা।

মশার লার্ভা ধ্বংস করতে আগামী সোমবার (৭ আগস্ট) থেকে জৈব কীটনাশক প্রয়োগ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল রোববার নতুন এই কীটনাশক প্রয়োগের কথা থাকলেও পরিবর্তন করে পর দিন করার কথা জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ।
ডিএনসিসির তথ্য অনুসারে, যে জৈব কীটনাশক প্রয়োগ করা হবে সেটির নাম বিটিআই কীটনাশক। এর পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরাইলেন্সিস (বিটিআই) হলো এক ধরনের ব্যাকটেরিয়া। মশা ও মাছির মতো পতঙ্গের লার্ভার জৈব নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। বিটিআই মূলত বিষাক্ত পদার্থ তৈরি করে যা বিভিন্ন প্রজাতির মশা, ছত্রাক এবং মাছির লার্ভা মেরে ফেলতে পারে। তবে অন্যান্য জীবের ওপর প্রায় কোনো প্রভাব নেই।
২৫ গ্রামের এক প্যাকেট বিটিআই ১০ লিটার পানিতে ২৫ থেকে ৫০ বর্গমিটার এলাকায় ছিটাতে হয়। প্রাথমিকভাবে ঢাকার সড়কের পাশের নালায় এই ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
এ ব্যাপারে জানতে চাইলে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ড. কবিরুল বাশার বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালীর কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই আনতে পেরেছি। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের কনফারেন্স হবে। আমাদের কর্মকর্তারা বিশেষজ্ঞ টিমের কাছ থেকে জানবে বিটিআই কীটনাশকটি কীভাবে মিক্সিং হবে, কীভাবে ও কোথায় ব্যবহার হবে। তারপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কীটনাশক বিটিআই প্রয়োগ করা হবে।’
গত মঙ্গলবার সিঙ্গাপুর থেকে পাঁচ টন বিটিআই এসে পৌঁছে ডিএনসিসিতে। সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কাছ থেকে এটি এনেছে মার্শাল অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতি কেজি বিটিআইয়ের দাম পড়েছে ৩ হাজার ৩৮৫ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে