Ajker Patrika

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি সাড়ে ৯৮ হাজার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২২: ২৭
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি সাড়ে ৯৮ হাজার

দেশের বাজারে ভালো সোনার ভরি লাখ ছুঁই ছুঁইয়ের পর কমানো হয়েছিল দাম। তবে ফের ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারণ করে দেওয়া নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা। 

রোববার (১৬ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আজ শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির ফলেই নতুন করে এই দাম কমানো হয়েছে। 

নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

 এর আগে ১১ এপ্রিল সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়।

এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ২২ ক্যারেট ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ১ হাজার ৫০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত