Ajker Patrika

সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ২ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ২ দিনের রিমান্ডে
মহিউদ্দিন ফারুকী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাঙামাটির বেদবুনিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে মহিউদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানায় এসআই রাসেল সরদার তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার মহিউদ্দিন ফারুকীকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে জোবায়ের ওমর খান বিজয় মিছিলে যোগ দিতে শাহবাগ যাওয়ার উদ্দেশে রওয়ানা করেন। যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে মিটফোর্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান বাদী হয়ে ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন ফারুকী এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত