উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিপুল ভোটে মো. খসরু চৌধুরী কেটলি মার্কায় জয়ী হয়েছেন। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গলের ভরাডুবি হয়েছে।
উত্তরা কমিউনিটি সেন্টারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান রোববার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানান।
সাইদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনের ২১৭টি ভোট কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ২৬০টি ভোটের মধ্যে খসরু চৌধুরী কেটলি মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ৩৪ হাজার ১৭৬ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন। জাতীয় পার্টির শেরীফা কাদের লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন মোড়া মার্কায় পেয়েছেন ২ হাজার ৫ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কায় পেয়েছেন ৫৯১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল বড়ুয়া হাতঘড়ি মার্কায় পেয়েছেন ৩৩৭ ভোট। জেডিপি’র ফাহমিদা হক সুকন্যা ছড়ি মার্কায় পেয়েছেন ১০৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জাকির হোসেন ভূঁইয়া আম মার্কায় পেয়েছেন ২৫১ ভোট। তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান সোনালি আঁশ মার্কায় পেয়েছেন ১৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন ঈগল মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট।
এই আসনটিতে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬০ জন। যার মধ্যে বাতিল (অবৈধ) হয়েছে ১ হাজার ৫৭৩ ভোট। ভোট পরেছে ২৩ দশমিক ০৮ শতাংশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিপুল ভোটে মো. খসরু চৌধুরী কেটলি মার্কায় জয়ী হয়েছেন। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গলের ভরাডুবি হয়েছে।
উত্তরা কমিউনিটি সেন্টারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান রোববার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানান।
সাইদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনের ২১৭টি ভোট কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ২৬০টি ভোটের মধ্যে খসরু চৌধুরী কেটলি মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ৩৪ হাজার ১৭৬ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন। জাতীয় পার্টির শেরীফা কাদের লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন মোড়া মার্কায় পেয়েছেন ২ হাজার ৫ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কায় পেয়েছেন ৫৯১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল বড়ুয়া হাতঘড়ি মার্কায় পেয়েছেন ৩৩৭ ভোট। জেডিপি’র ফাহমিদা হক সুকন্যা ছড়ি মার্কায় পেয়েছেন ১০৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জাকির হোসেন ভূঁইয়া আম মার্কায় পেয়েছেন ২৫১ ভোট। তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান সোনালি আঁশ মার্কায় পেয়েছেন ১৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন ঈগল মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট।
এই আসনটিতে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬০ জন। যার মধ্যে বাতিল (অবৈধ) হয়েছে ১ হাজার ৫৭৩ ভোট। ভোট পরেছে ২৩ দশমিক ০৮ শতাংশ।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে