আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি হনুমান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার হনুমান তিনটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজরুল (৩৫)। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলায়।
শাহ আলী থানা সূত্রে জানানো হয়, গত বৃহস্পতিবার থানার একটি টহল টিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল। চেকপোস্ট চলাকালে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করা হয়। সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি হনুমান দেখতে পাওয়া যায়।
গাড়ির চালক নজরুলকে হনুমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে হনুমান বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
সূত্র আরও জানায়, নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে হনুমান তিনটি নিয়েছিল। তিনি হনুমানগুলো চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলায় নজরুল এবং পলাতক মো. হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার নজরুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

রাজধানীর মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি হনুমান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার হনুমান তিনটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজরুল (৩৫)। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলায়।
শাহ আলী থানা সূত্রে জানানো হয়, গত বৃহস্পতিবার থানার একটি টহল টিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল। চেকপোস্ট চলাকালে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করা হয়। সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি হনুমান দেখতে পাওয়া যায়।
গাড়ির চালক নজরুলকে হনুমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে হনুমান বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
সূত্র আরও জানায়, নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে হনুমান তিনটি নিয়েছিল। তিনি হনুমানগুলো চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলায় নজরুল এবং পলাতক মো. হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার নজরুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১১ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে