
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় এম এম গ্রুপের তিনটি কারখানা রয়েছে। বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ তা মেনে নিয়ে সুসম্পর্ক বজায় রেখে কারখানা পরিচালনা করে আসছিল। তবে সম্প্রতি কিছু শ্রমিকের অশোভন আচরণ মালিকপক্ষকে ব্যথিত করে। এর পরিপ্রেক্ষিতে তিনটি কারখানা থেকে প্রায় ৩০০ শ্রমিককে ছাঁটাই করে তাঁদের পাওনা পরিশোধ করা হয়।
এ ঘটনার পর একদল শ্রমিকের ওপর মারধরের গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে কেন্দ্র করে মঙ্গলবার শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানার ভেতরে বিক্ষোভ করে উচ্ছৃঙ্খল আচরণে জড়িয়ে পড়েন। পরে বিকেলে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) স্বাক্ষরিত বন্ধের নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কারখানা চালু হলে গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকেরা ইচ্ছাকৃতভাবে কাজে অবাধ্য দেখিয়ে কর্মবিরতি পালন করেন এবং কারখানার ভেতরে উচ্ছৃঙ্খলতা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন। এতে কারখানা ক্ষতির মুখে পড়ে এবং শ্রমিকদের আচরণকে ‘বেআইনি ধর্মঘট’ হিসেবে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮)-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানার গার্মেন্টস ডিভিশনের সব শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খোলার বিষয়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ছাঁটাইকৃত কয়েকজন সহকর্মীকে মালিকপক্ষের লোকজন মারধর করায় তারা প্রতিবাদস্বরূপ কাজে বসে থাকেন। পরে রাত ১০টার দিকে কারখানা বন্ধের ঘোষণা আসে।
এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের অশোভন আচরণের কারণে আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিককে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মালিকপক্ষ সাধারণত নিজেরাই সমস্যার সমাধান করে থাকেন। তবে সম্প্রতি অন্যান্য কারখানার প্রভাব পড়ায় শ্রমিকদের মধ্যেও অসৌজন্যমূলক আচরণ দেখা দেয়। এ অবস্থায় কারখানাটি বন্ধ করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে