নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংকের ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার শেয়ার অবরুদ্ধের এই আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব খাইরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে এবং ভুয়া সম্পত্তি বন্ধক রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। তাঁর নাবালক সন্তানের নামে ৪ কোটি টাকা ঋণ গ্রহণ করে নিজের নামে স্থানান্তর করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে আরও বলা হয়েছে, খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের নামে ইউনিয়ন ব্যাংক পিএলসিতে ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার শেয়ার রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য এসব শেয়ারের টাকা অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় অনুসন্ধান কাজ বিলম্বিত বা ব্যাহত হতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন সরকারের সিনিয়র সহকারী সচিব ছিলেন মো. খাইরুল ইসলাম। শেখ হাসিনা সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তাকে। প্রায় সাড়ে তিন বছর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির কাছাকাছি থাকার সুবাদে হয়েছেন বিপুল অর্থবিত্তের মালিক। চাকরিতে পেয়েছেন নজিরবিহীন পদোন্নতি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংকের ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার শেয়ার অবরুদ্ধের এই আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব খাইরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে এবং ভুয়া সম্পত্তি বন্ধক রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। তাঁর নাবালক সন্তানের নামে ৪ কোটি টাকা ঋণ গ্রহণ করে নিজের নামে স্থানান্তর করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে আরও বলা হয়েছে, খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের নামে ইউনিয়ন ব্যাংক পিএলসিতে ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৪০০ টাকার শেয়ার রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য এসব শেয়ারের টাকা অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় অনুসন্ধান কাজ বিলম্বিত বা ব্যাহত হতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন সরকারের সিনিয়র সহকারী সচিব ছিলেন মো. খাইরুল ইসলাম। শেখ হাসিনা সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তাকে। প্রায় সাড়ে তিন বছর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির কাছাকাছি থাকার সুবাদে হয়েছেন বিপুল অর্থবিত্তের মালিক। চাকরিতে পেয়েছেন নজিরবিহীন পদোন্নতি।
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে