ফরিদপুর প্রতিনিধি

থানা থেকে আওয়ামী লীগের নেতা পালানোর ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি ধরাকে কেন্দ্র করে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কাউকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আজ (মঙ্গলবার) রাতেই আলফাডাঙ্গা ছেড়ে পুলিশ লাইনসে যোগদান করব।’
গত সোমবার (১২ মে) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৫২) আটক করে পুলিশ।
ওই সময় ওসি স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার করা হয়েছে নাসির উদ্দিনকে। এর কিছুক্ষণ পরে আওয়ামী লীগের ওই নেতা মোবাইল ফোনে কথা বলতে বলতে থানার পেছনের দিকে পুলিশ মেসের পাশ দিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন পুলিশের ওই কর্মকর্তা। যদিও নাসির উদ্দিনকে আজ (মঙ্গলবার) সকালে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁকে ধরে আনা হয়েছে, আর পরিবারের দাবি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন।
এ বিষয়ে নাসির উদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান বলেন, ‘আমার ভাই রাজনীতি করেন, এটা ঠিক। কিন্তু তিনি কোনো মামলার আসামি নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ভাইকে পুলিশ থানায় নেওয়ার পর তিনি ভয় পান এবং থানা থেকে পালিয়ে যান। পরে আরেক ভাইকে আটক করে পুলিশ। আমরা খোঁজাখুঁজি করে তাঁকে থানায় আত্মসমর্পণ করার জন্য পারিবারিক সিদ্ধান্তের কথা জানাই। এরপর তিনি আত্মসমর্পণ করেন। এখন তিনি থানায় আছেন।’
তবে ওসি হারুন অর রশিদ বলেন, সোমবার তাঁকে আটকের পর থানা থেকে কৌশলে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে এসেছে।
এ বিষয়ে কথা বলতে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

থানা থেকে আওয়ামী লীগের নেতা পালানোর ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি ধরাকে কেন্দ্র করে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কাউকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আজ (মঙ্গলবার) রাতেই আলফাডাঙ্গা ছেড়ে পুলিশ লাইনসে যোগদান করব।’
গত সোমবার (১২ মে) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৫২) আটক করে পুলিশ।
ওই সময় ওসি স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার করা হয়েছে নাসির উদ্দিনকে। এর কিছুক্ষণ পরে আওয়ামী লীগের ওই নেতা মোবাইল ফোনে কথা বলতে বলতে থানার পেছনের দিকে পুলিশ মেসের পাশ দিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন পুলিশের ওই কর্মকর্তা। যদিও নাসির উদ্দিনকে আজ (মঙ্গলবার) সকালে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁকে ধরে আনা হয়েছে, আর পরিবারের দাবি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন।
এ বিষয়ে নাসির উদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান বলেন, ‘আমার ভাই রাজনীতি করেন, এটা ঠিক। কিন্তু তিনি কোনো মামলার আসামি নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ভাইকে পুলিশ থানায় নেওয়ার পর তিনি ভয় পান এবং থানা থেকে পালিয়ে যান। পরে আরেক ভাইকে আটক করে পুলিশ। আমরা খোঁজাখুঁজি করে তাঁকে থানায় আত্মসমর্পণ করার জন্য পারিবারিক সিদ্ধান্তের কথা জানাই। এরপর তিনি আত্মসমর্পণ করেন। এখন তিনি থানায় আছেন।’
তবে ওসি হারুন অর রশিদ বলেন, সোমবার তাঁকে আটকের পর থানা থেকে কৌশলে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে এসেছে।
এ বিষয়ে কথা বলতে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে