Ajker Patrika

দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

জবি প্রতিনিধি
দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

দেশে লুণ্ঠন কমেছে বলেই উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিলে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সম্পদ ব্যবহার করে আমরা গর্বের সঙ্গে কাজ করছি। দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের গতি আরও বাড়ানো যাবে। আগামী পাঁচ-সাত বছরের মধ্যে আমরা উন্নয়নে এ অঞ্চলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা-সবাইকে ছাড়িয়ে যাব।’ 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা সবাই স্বাধীন প্রজন্মের মানুষ। পরাধীন না হলে স্বাধীনতা কী বুঝতে পারবেন না। তাই ইতিহাস জানতে হবে। বাঙালির ইতিহাস, তার আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি জানতে হবে। আর আগামীতে এই বাংলায় যেন বহিরাগত কারও দ্বারা বাঙালি পদদলিত না হয় সেটা খেয়াল রাখতে হবে।’ 

সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফখরুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলপদ্ম রায় প্রান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ডিএমপি মতিঝিল জোনের এডিসি মো. নুরুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল্লাহ শাহিন ও জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি মাহিউদ্দির রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত