ঢামেক প্রতিবেদক

রাজধানীর আসাদগেট এলাকায় পিকনিকের চলন্ত বাসে ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছিলেন গতকাল মঙ্গলবার। আহতদের একজন রাব্বি (২৫) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি।
রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ সিংহ। তিনি বলেন, ‘বাসের মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পরে বাসটি আসাদগেট এলাকায় সিগনালে পড়লে কয়েকজন যুবক বাসে উঠে এবং আবার মারামারি হয়। তখন ছুরিকাঘাতে আহত হয় দুজন। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়।’
গত মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রাব্বি (২৫) ও শাওনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল।
শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্ত জানান, রাব্বির বাসা লালবাগ শহীদনগর এলাকায়। এলাকায় তাঁর একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে আর শাওন সিএনজি অটোরিকশা চালক। সকালে এলাকা থেকে দুইটি বাস ভাড়া করে ধামরাইয়ের একটি পার্কে ঘুরতে যান তাঁরা। সেখান থেকে সন্ধ্যায় ফিরছিলেন। বাসে তাদের সঙ্গে কয়েকজন মেয়েও ছিলেন। বাসটি গাবতলি এলাকায় আসলে বাসের মধ্যে ফারুক নামের একজনসহ আরও কয়েকজন ধূমপান করছিলেন এবং ওই মেয়েদের ইভটিজিং করছিলেন। রাব্বি প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বাসটি আসাদগেট এলাকায় আসলে সিগন্যালর মধ্যে আরও ৩ / ৪ জন যুবক বাসে উঠে রাব্বিকে মারধর করে ও ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করে তাঁরা। এরপর দৌঁড়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।
মৃত রাব্বির ফুফা মো. রাজন জানান, রাব্বীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে। বাবা-মা কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় থাকে। দুই বছর আগে রাব্বি বিয়ে করে। এরপর থেকে স্ত্রীকে নিয়ে লালবাগ শহীদনগর এলাকায় থাকতো এবং কামরাঙ্গিরচর রনি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতো। বাবা জিয়াউর রহমান জিয়া মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী।

রাজধানীর আসাদগেট এলাকায় পিকনিকের চলন্ত বাসে ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছিলেন গতকাল মঙ্গলবার। আহতদের একজন রাব্বি (২৫) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি।
রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ সিংহ। তিনি বলেন, ‘বাসের মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পরে বাসটি আসাদগেট এলাকায় সিগনালে পড়লে কয়েকজন যুবক বাসে উঠে এবং আবার মারামারি হয়। তখন ছুরিকাঘাতে আহত হয় দুজন। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়।’
গত মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রাব্বি (২৫) ও শাওনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল।
শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্ত জানান, রাব্বির বাসা লালবাগ শহীদনগর এলাকায়। এলাকায় তাঁর একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে আর শাওন সিএনজি অটোরিকশা চালক। সকালে এলাকা থেকে দুইটি বাস ভাড়া করে ধামরাইয়ের একটি পার্কে ঘুরতে যান তাঁরা। সেখান থেকে সন্ধ্যায় ফিরছিলেন। বাসে তাদের সঙ্গে কয়েকজন মেয়েও ছিলেন। বাসটি গাবতলি এলাকায় আসলে বাসের মধ্যে ফারুক নামের একজনসহ আরও কয়েকজন ধূমপান করছিলেন এবং ওই মেয়েদের ইভটিজিং করছিলেন। রাব্বি প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বাসটি আসাদগেট এলাকায় আসলে সিগন্যালর মধ্যে আরও ৩ / ৪ জন যুবক বাসে উঠে রাব্বিকে মারধর করে ও ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করে তাঁরা। এরপর দৌঁড়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।
মৃত রাব্বির ফুফা মো. রাজন জানান, রাব্বীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে। বাবা-মা কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় থাকে। দুই বছর আগে রাব্বি বিয়ে করে। এরপর থেকে স্ত্রীকে নিয়ে লালবাগ শহীদনগর এলাকায় থাকতো এবং কামরাঙ্গিরচর রনি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতো। বাবা জিয়াউর রহমান জিয়া মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে