টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।
এদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।
এদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে