ফরিদপুর প্রতিনিধি

মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।
মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’
অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’

মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।
মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’
অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে