
গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাতে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দিচ্ছে না। এসব দাবি করে এলেও তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।’
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কারখানার লিংকিং ইনচার্জ আমাদের নারী শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের সঙ্গে সব সময় বকাঝকা করেন। আমাদের বেতন-ভাতা ঠিক সময় পরিশোধ করেন না। আমাদের যে পরিমাণ খাটান, সে তুলনায় মজুরি দেন না। আমাদের এক বছরের বার্ষিক ছুটির টাকা দেন না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না।’
কারখানাশ্রমিক লাভলী আক্তার বলেন, ‘গত এক বছরের বার্ষিক ছুটির টাকা বকেয়া পড়েছে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করি। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। আমরা অনুরোধ করেও সমাধান পাচ্ছি না। দাবিদাওয়ার বিষয়ে জানাতে গেলে আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করেছে। চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাকিম রাজীব বলেন, ‘আমরা শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধ করি। কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তা শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু এসব না শুনে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভবানীপুর জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মানলেও তারা সড়ক ছাড়ছে না। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৬ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৭ মিনিট আগে