নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করায় সলিসিটরের অপসারণ দাবিতে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আগামী ৭ দিনের মধ্যে ওই পদ থেকে অপসারণ করার অনুরোধ জানিয়ে আইন সচিবকে ডাকযোগে আজ সোমবার নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন শাহজাদপুরে রবীন্দ্রনাথের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অস্তিত্ব রক্ষায় কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা অনুসন্ধান করতে। ওই স্থানের পবিত্রতা ও কাঠামো রক্ষার জন্য এবং স্থাবর পুরাকীর্তি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ওই রায়টি সরকারের বিরুদ্ধে যায়নি তাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আপিল দায়ের করেনি। কিন্তু সলিসিটর অফিসের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এতে বাদী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ অন্যদের দেখানো হয়েছে। তবে তারা কেউই আপিল করার অনুরোধ করেননি বা ওকালতনামায় স্বাক্ষর করেননি। সলিসিটর নিজেই ওকালতনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছেন।
মনজিল মোরসেদ বলেন, আপিল সম্পর্কে অবহিত হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গত ৪ এপ্রিল সলিসিটরকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আপিল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
ওই চিঠি সত্ত্বেও সলিসিটর সরকারি স্বার্থের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সরকারি স্বার্থ রক্ষার জন্য সলিসিটরের পদটি অত্যন্ত দায়িত্বশীল এবং বর্তমানে তিনি সরকারি স্বার্থ রক্ষায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই, তিনি এই পদে থাকার যোগ্য নন। থাকলে ভবিষ্যতে সরকারের স্বার্থ বিপন্ন হতে পারে।

রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করায় সলিসিটরের অপসারণ দাবিতে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আগামী ৭ দিনের মধ্যে ওই পদ থেকে অপসারণ করার অনুরোধ জানিয়ে আইন সচিবকে ডাকযোগে আজ সোমবার নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন শাহজাদপুরে রবীন্দ্রনাথের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অস্তিত্ব রক্ষায় কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা অনুসন্ধান করতে। ওই স্থানের পবিত্রতা ও কাঠামো রক্ষার জন্য এবং স্থাবর পুরাকীর্তি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ওই রায়টি সরকারের বিরুদ্ধে যায়নি তাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আপিল দায়ের করেনি। কিন্তু সলিসিটর অফিসের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এতে বাদী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ অন্যদের দেখানো হয়েছে। তবে তারা কেউই আপিল করার অনুরোধ করেননি বা ওকালতনামায় স্বাক্ষর করেননি। সলিসিটর নিজেই ওকালতনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছেন।
মনজিল মোরসেদ বলেন, আপিল সম্পর্কে অবহিত হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গত ৪ এপ্রিল সলিসিটরকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আপিল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
ওই চিঠি সত্ত্বেও সলিসিটর সরকারি স্বার্থের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সরকারি স্বার্থ রক্ষার জন্য সলিসিটরের পদটি অত্যন্ত দায়িত্বশীল এবং বর্তমানে তিনি সরকারি স্বার্থ রক্ষায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই, তিনি এই পদে থাকার যোগ্য নন। থাকলে ভবিষ্যতে সরকারের স্বার্থ বিপন্ন হতে পারে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে