
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট মারা গেছেন ৫৪৩ জন। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করানো শনাক্ত হয়েছে ২৮৯ জনের। এর মধ্যে করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ১৭। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৫১৩ জন। আর মারা গেছেন ৫৪৩ জন।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। আজ বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৬২ জন রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২৮ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছি। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে। এ ছাড়া হোটেলগুলোতে অধিকসংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহী করা হচ্ছে।’
তিনি বলেন, এই নির্দেশনা মানা না হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১১ মিনিট আগে