নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীর বাঘায় কম দামে গরুর মাংস বিক্রি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে খুন হন মো. মামুন (৩২) নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে খোকনকে আজ রোববার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে কম দামে মাংস বিক্রি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ব্যবসায়ী মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন মিজানুর রহমান ওরফে খোকন। হত্যাকাণ্ডের পর আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, মামুন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় মিজানুরও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন মামুনকে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরসহ পাঁচজনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেন নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন।
মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘আমার বড় ভাই মামুন ও ফুপাতো ভাই মিজানুর যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে ব্যবসা আলাদা করেন তাঁরা। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।’

রাজশাহীর বাঘায় কম দামে গরুর মাংস বিক্রি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে খুন হন মো. মামুন (৩২) নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে খোকনকে আজ রোববার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে কম দামে মাংস বিক্রি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ব্যবসায়ী মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন মিজানুর রহমান ওরফে খোকন। হত্যাকাণ্ডের পর আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, মামুন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় মিজানুরও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন মামুনকে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরসহ পাঁচজনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেন নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন।
মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘আমার বড় ভাই মামুন ও ফুপাতো ভাই মিজানুর যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে ব্যবসা আলাদা করেন তাঁরা। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২০ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে