Ajker Patrika

মাংসের দাম কম নেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাংসের দাম কম নেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় কম দামে গরুর মাংস বিক্রি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে খুন হন মো. মামুন (৩২) নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে খোকনকে আজ রোববার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে কম দামে মাংস বিক্রি নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ব্যবসায়ী মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন মিজানুর রহমান ওরফে খোকন। হত্যাকাণ্ডের পর আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, মামুন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় মিজানুরও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন মামুনকে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরসহ পাঁচজনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেন নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন। 

মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘আমার বড় ভাই মামুন ও ফুপাতো ভাই মিজানুর যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে ব্যবসা আলাদা করেন তাঁরা। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত