আজকের পত্রিকা ডেস্ক

ফের কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার এবং লাঠিপেটা করে প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিলকৃত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাঁরা সচিবালয়ে যাওয়ার পথে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন নারীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে তাঁরা ফুটপাতে আশ্রয় নেন।
এর আগে আজ দুপুরে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে হাজারের বেশি নারী–পুরুষ হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তায় তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন।
সরেজমিন দেখা গেছে, পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন। তাঁরা পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এতে ওই সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রথমে জটলার মধ্যে জলকামান থেকে পানি ছোড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় তাঁদের হাতে থাকা ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। সড়ক থেকে ধাওয়াসহ গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এরপর আন্দোলনকারীরা যে যাঁর মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন।
আসলাম নামের একজন আন্দোলনকারী বলেন, তাঁদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পুলিশ তাতে বাধা দিয়েছে। লাঠিপেটা ও পরে জলকামান ব্যবহার করেছে, নারীদের ওপর লাঠিপেটা করেছে।

এসব নারী-পুরুষ নিয়োগ ফেরত পাওয়ার জন্য ১১ দিন ধরে শাহবাগে আন্দোলন করছেন। কখনো সড়ক অবরোধ, কখনো সমাবেশ ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁদের ওপর কয়েক দিনে কয়েক দফা চড়াও হয়েছে পুলিশ, তারপরও তাঁরা জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আছেন।
আন্দোলনকারী সানজিদা আক্তার রুমা বলেন, ‘মেধার মাধ্যমে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত হয়ে সড়কে নামতে হয়েছে।’
তাঁদের যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বলপ্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাঁদের ওপর জলকামান থেকে পানি নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে।

এর আগে ৯ ফেব্রুয়ারি পুলিশ তাঁদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আন্দোলনকারীদের যাওয়ার কথা ছিল প্রেসক্লাবের দিকে, তবে তাঁরা পুলিশ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তাই তাঁদের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’
আন্দোলনকারীরা জানান, দিনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন, আর রাতে তাঁরা থাকেন জাতীয় প্রেসক্লাবের সামনে। এভাবে তাঁরা ১১ দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছেন।
তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।

ফের কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার এবং লাঠিপেটা করে প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিলকৃত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাঁরা সচিবালয়ে যাওয়ার পথে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন নারীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে তাঁরা ফুটপাতে আশ্রয় নেন।
এর আগে আজ দুপুরে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে হাজারের বেশি নারী–পুরুষ হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তায় তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন।
সরেজমিন দেখা গেছে, পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন। তাঁরা পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এতে ওই সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রথমে জটলার মধ্যে জলকামান থেকে পানি ছোড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় তাঁদের হাতে থাকা ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। সড়ক থেকে ধাওয়াসহ গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এরপর আন্দোলনকারীরা যে যাঁর মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন।
আসলাম নামের একজন আন্দোলনকারী বলেন, তাঁদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পুলিশ তাতে বাধা দিয়েছে। লাঠিপেটা ও পরে জলকামান ব্যবহার করেছে, নারীদের ওপর লাঠিপেটা করেছে।

এসব নারী-পুরুষ নিয়োগ ফেরত পাওয়ার জন্য ১১ দিন ধরে শাহবাগে আন্দোলন করছেন। কখনো সড়ক অবরোধ, কখনো সমাবেশ ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁদের ওপর কয়েক দিনে কয়েক দফা চড়াও হয়েছে পুলিশ, তারপরও তাঁরা জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আছেন।
আন্দোলনকারী সানজিদা আক্তার রুমা বলেন, ‘মেধার মাধ্যমে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত হয়ে সড়কে নামতে হয়েছে।’
তাঁদের যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বলপ্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাঁদের ওপর জলকামান থেকে পানি নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে।

এর আগে ৯ ফেব্রুয়ারি পুলিশ তাঁদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আন্দোলনকারীদের যাওয়ার কথা ছিল প্রেসক্লাবের দিকে, তবে তাঁরা পুলিশ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তাই তাঁদের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’
আন্দোলনকারীরা জানান, দিনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন, আর রাতে তাঁরা থাকেন জাতীয় প্রেসক্লাবের সামনে। এভাবে তাঁরা ১১ দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছেন।
তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে