রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
১৬ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে