রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৪ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে