রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৩ মিনিট আগে