ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬), অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যান উল্টে আলফাজ (২৫) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে আসা নিহত রাহুলের চাচা মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। তাঁদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাঁদের মা জর্ডানপ্রবাসী। রাতে রাহুল ও তাঁর ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলের তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটিবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে রাফি মারা যায়।
রাহুল ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়িচালক ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি রাহুল চালাচ্ছিলেন বলেও জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই মারা গেছেন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে নিহত আলফাজের ভাই মাহফুজ হোসেন আজকের পত্রিকাকে জানান, মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় থাকতেন আলফাজ। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আলফাজ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। রাতে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬), অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যান উল্টে আলফাজ (২৫) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে আসা নিহত রাহুলের চাচা মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। তাঁদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাঁদের মা জর্ডানপ্রবাসী। রাতে রাহুল ও তাঁর ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলের তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটিবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে রাফি মারা যায়।
রাহুল ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়িচালক ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি রাহুল চালাচ্ছিলেন বলেও জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই মারা গেছেন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে নিহত আলফাজের ভাই মাহফুজ হোসেন আজকের পত্রিকাকে জানান, মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় থাকতেন আলফাজ। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আলফাজ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। রাতে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে