ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬), অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যান উল্টে আলফাজ (২৫) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে আসা নিহত রাহুলের চাচা মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। তাঁদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাঁদের মা জর্ডানপ্রবাসী। রাতে রাহুল ও তাঁর ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলের তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটিবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে রাফি মারা যায়।
রাহুল ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়িচালক ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি রাহুল চালাচ্ছিলেন বলেও জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই মারা গেছেন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে নিহত আলফাজের ভাই মাহফুজ হোসেন আজকের পত্রিকাকে জানান, মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় থাকতেন আলফাজ। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আলফাজ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। রাতে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬), অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যান উল্টে আলফাজ (২৫) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে আসা নিহত রাহুলের চাচা মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। তাঁদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাঁদের মা জর্ডানপ্রবাসী। রাতে রাহুল ও তাঁর ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলের তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটিবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে রাফি মারা যায়।
রাহুল ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়িচালক ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি রাহুল চালাচ্ছিলেন বলেও জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই মারা গেছেন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে নিহত আলফাজের ভাই মাহফুজ হোসেন আজকের পত্রিকাকে জানান, মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় থাকতেন আলফাজ। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আলফাজ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। রাতে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে