নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ৮ জুন, বৃহস্পতিবার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২১তম বার্ষিকী। ২০০২ সালের এই দিনে ক্লাস শেষে হলে ফেরার পথে টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সনি। এরপর ২১ বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন এই হত্যা মামলার প্রধান দুই আসামি তৎকালীন ছাত্রদল নেতা মোকাম্মেল হায়াত খান মুকি ও নুরুল ইসলাম সাগর ওরফে শুটার নুরু। আরেক আসামি মুশফিক উদ্দিন টগর কারাভোগের পর বর্তমানে মুক্ত অবস্থায় আছেন।
নিম্ন আদালত সনি হত্যার মূল তিন আসামি মুকিত, টগর ও শুটার নুরুর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। ২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এস এম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত মুকিত অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। শুটার নুরুও দেশের বাইরে পলাতক বলে জানা যায়।
সনির বড় ভাই শওকত রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, আসামিরা ওই মুহূর্তে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাকি দণ্ডিত অপরাধীদের ধরতে হাইকোর্টের রায়ের পর সরকার আর কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। দুর্ভাগ্যবশত তারা এখনো পুলিশের হাত থেকে পলাতক রয়েছে। আমরা এখনো মনে করি যে আমরা আমাদের প্রিয় সনি হত্যার সঠিক বিচার পাইনি।
শওকত রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সনির নামে প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল করা হয়েছে। বছর তিনেক আগে সেটি সরকারিকরণ করা হয়। স্কুলটির জন্য তাঁরা জায়গাও দিয়েছেন। তবে সেখানে এখনো নির্মাণকাজ শুরু হয়নি। তাই সনির পৈতৃক নিবাসে স্কুলটির কার্যক্রম চালানো হচ্ছে।
সনি হত্যাকারীদের শাস্তি কার্যকরের আক্ষেপ নিয়েই গত ১১ ফেব্রুয়ারি মারা যান তার বাবা হাবিবুর রহমান ভূঁইয়া। সনির মা-ও বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ।
বুয়েটের শিক্ষার্থীরা সনি হত্যার দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালন করেন। এ ছাড়া সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকেও সনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তবে এ বছর দাবদাহের কারণে বড় কোনো আয়োজন করা হচ্ছে না বলে জানান শওকত রহমান।

আজ ৮ জুন, বৃহস্পতিবার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২১তম বার্ষিকী। ২০০২ সালের এই দিনে ক্লাস শেষে হলে ফেরার পথে টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সনি। এরপর ২১ বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন এই হত্যা মামলার প্রধান দুই আসামি তৎকালীন ছাত্রদল নেতা মোকাম্মেল হায়াত খান মুকি ও নুরুল ইসলাম সাগর ওরফে শুটার নুরু। আরেক আসামি মুশফিক উদ্দিন টগর কারাভোগের পর বর্তমানে মুক্ত অবস্থায় আছেন।
নিম্ন আদালত সনি হত্যার মূল তিন আসামি মুকিত, টগর ও শুটার নুরুর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। ২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এস এম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত মুকিত অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। শুটার নুরুও দেশের বাইরে পলাতক বলে জানা যায়।
সনির বড় ভাই শওকত রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, আসামিরা ওই মুহূর্তে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাকি দণ্ডিত অপরাধীদের ধরতে হাইকোর্টের রায়ের পর সরকার আর কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। দুর্ভাগ্যবশত তারা এখনো পুলিশের হাত থেকে পলাতক রয়েছে। আমরা এখনো মনে করি যে আমরা আমাদের প্রিয় সনি হত্যার সঠিক বিচার পাইনি।
শওকত রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সনির নামে প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল করা হয়েছে। বছর তিনেক আগে সেটি সরকারিকরণ করা হয়। স্কুলটির জন্য তাঁরা জায়গাও দিয়েছেন। তবে সেখানে এখনো নির্মাণকাজ শুরু হয়নি। তাই সনির পৈতৃক নিবাসে স্কুলটির কার্যক্রম চালানো হচ্ছে।
সনি হত্যাকারীদের শাস্তি কার্যকরের আক্ষেপ নিয়েই গত ১১ ফেব্রুয়ারি মারা যান তার বাবা হাবিবুর রহমান ভূঁইয়া। সনির মা-ও বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ।
বুয়েটের শিক্ষার্থীরা সনি হত্যার দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালন করেন। এ ছাড়া সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকেও সনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তবে এ বছর দাবদাহের কারণে বড় কোনো আয়োজন করা হচ্ছে না বলে জানান শওকত রহমান।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে