প্রতিনিধি, শিবচর(মাদারীপুর)

আগামী ৭ আগস্ট থেকে শিবচরের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। পৌর সভা ও ইউনিয়নগুলোতে তিনটি করে কেন্দ্র স্থাপন করে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে 'করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় শিবচর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি দলীয় নেতা-কর্মী এবং শিবচরবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সভায় জানানো হয়।
জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে শিবচর পৌরসভা ও ১৯টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে টিকা প্রদান শুরু হবে। সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে শুরু করে সকল বয়সীদের দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিন প্রদান করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও সভায় করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মিরাজ হোসেন , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো.তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশাসহ অন্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, 'আগামী ৭ আগস্ট থেকে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে ভ্যাকসিন প্রদান করা হবে। গ্রাম পর্যায়ে শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।'

আগামী ৭ আগস্ট থেকে শিবচরের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। পৌর সভা ও ইউনিয়নগুলোতে তিনটি করে কেন্দ্র স্থাপন করে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে 'করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় শিবচর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি দলীয় নেতা-কর্মী এবং শিবচরবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সভায় জানানো হয়।
জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে শিবচর পৌরসভা ও ১৯টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে টিকা প্রদান শুরু হবে। সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে শুরু করে সকল বয়সীদের দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিন প্রদান করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও সভায় করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মিরাজ হোসেন , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো.তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশাসহ অন্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, 'আগামী ৭ আগস্ট থেকে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে ভ্যাকসিন প্রদান করা হবে। গ্রাম পর্যায়ে শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।'

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে