নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে ২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন এ আদেশ দেন। আশুলিয়া থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া রিমান্ডের এই আবেদন করেন।
এর আগে সকালে সাভার থানায় দায়ের করা শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় কাফীকে। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে দুপুরে আব্দুল্লাহিল কাফীর উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।
মামলায় বলা হয়, বাদী গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০টায় ডেইরি গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। বেলা ৩টায় সন্ত্রাসী বাহিনী বাইপাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে গুলি ছোড়ে।
আন্দোলনের ফ্রন্টলাইনে অবস্থান করার কারণে বাইপাইল জামে মসজিদের ছাদের ওপর থেকে বাদীর পেটে স্নাইপার দিয়ে পুলিশ ও এর সন্ত্রাসী বাহিনী গুলি করে। বাদী সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তার পায়ে গুলি করলে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। বাদীর পেটে স্নাইপারের একটি গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। বাদীর শরীরে পেটে একটি ও ঊরুতে দুটিসহ মোট ৩টি গুলি লাগে। গত ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। বাদী কিছুটা সুস্থ হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহিল কাফীকে গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি। পরে হাজারীবাগ থানায় দায়ের করা প্রকৌশলী আরিফ মাইন উদ্দিনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় গত ৪ সেপ্টেম্বর। এরপর ১২ সেপ্টেম্বর সাভারের শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই নিয়ে কাফীকে তিন দফা রিমান্ডে নেওয়া হলো।

রাজধানীর আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে ২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন এ আদেশ দেন। আশুলিয়া থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া রিমান্ডের এই আবেদন করেন।
এর আগে সকালে সাভার থানায় দায়ের করা শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় কাফীকে। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে দুপুরে আব্দুল্লাহিল কাফীর উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।
মামলায় বলা হয়, বাদী গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০টায় ডেইরি গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। বেলা ৩টায় সন্ত্রাসী বাহিনী বাইপাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে গুলি ছোড়ে।
আন্দোলনের ফ্রন্টলাইনে অবস্থান করার কারণে বাইপাইল জামে মসজিদের ছাদের ওপর থেকে বাদীর পেটে স্নাইপার দিয়ে পুলিশ ও এর সন্ত্রাসী বাহিনী গুলি করে। বাদী সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তার পায়ে গুলি করলে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। বাদীর পেটে স্নাইপারের একটি গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। বাদীর শরীরে পেটে একটি ও ঊরুতে দুটিসহ মোট ৩টি গুলি লাগে। গত ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। বাদী কিছুটা সুস্থ হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহিল কাফীকে গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি। পরে হাজারীবাগ থানায় দায়ের করা প্রকৌশলী আরিফ মাইন উদ্দিনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় গত ৪ সেপ্টেম্বর। এরপর ১২ সেপ্টেম্বর সাভারের শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই নিয়ে কাফীকে তিন দফা রিমান্ডে নেওয়া হলো।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে