সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২১ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৭ মিনিট আগে