টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে