নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্ভার জটিলতার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিকগণ রাষ্ট্রীয় ১৯টি সেবার মধ্যেই ১৮টি হতেই বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রীয় সেবা পেতে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। কমিশনের পক্ষ থেকে গত ৮ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো নির্দেশনায় এ আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর নির্দেশনা দেওয়া হয়।
কমিশনের চেয়ারম্যানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, নাগরিক সেবা প্রাপ্তিতে জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। সরকারের জন্ম-মৃত্যুনিবন্ধন সনদ সংক্রান্ত কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে ডিএসসিসির সার্ভারটি যুক্ত না করেই জন্ম সনদ প্রদান করে হয়রানির বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক। সার্ভার সংযুক্তের জটিলতায় ডিএসসিসির নাগরিকগণ রাষ্ট্রীয় ১৯টি সেবার মধ্যেই ১৮টি সেবা হতেই বঞ্চিত হচ্ছেন।
কমিশন মনে করে, রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধে অনতিবিলম্বে ডিএসসিসির সার্ভার সংযুক্তের জটিলতা নিরসন করা সমীচীন। এ অবস্থায়, অভিযোগের বিষয়ে নাগরিকের হয়রানি বন্ধে দ্রুততার সহিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হলো।
আদেশের অনুলিপি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ) রেজিস্ট্রার জেনারেল বরাবর প্রেরণ করা হলো। মানবাধিকার কমিশন থেকে জানানো হয়, একটি জাতীয় দৈনিকে ডিএসসিসির জন্ম সনদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কমিশন এ নির্দেশনা দিয়েছে।

সার্ভার জটিলতার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিকগণ রাষ্ট্রীয় ১৯টি সেবার মধ্যেই ১৮টি হতেই বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রীয় সেবা পেতে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। কমিশনের পক্ষ থেকে গত ৮ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো নির্দেশনায় এ আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর নির্দেশনা দেওয়া হয়।
কমিশনের চেয়ারম্যানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, নাগরিক সেবা প্রাপ্তিতে জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। সরকারের জন্ম-মৃত্যুনিবন্ধন সনদ সংক্রান্ত কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে ডিএসসিসির সার্ভারটি যুক্ত না করেই জন্ম সনদ প্রদান করে হয়রানির বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক। সার্ভার সংযুক্তের জটিলতায় ডিএসসিসির নাগরিকগণ রাষ্ট্রীয় ১৯টি সেবার মধ্যেই ১৮টি সেবা হতেই বঞ্চিত হচ্ছেন।
কমিশন মনে করে, রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধে অনতিবিলম্বে ডিএসসিসির সার্ভার সংযুক্তের জটিলতা নিরসন করা সমীচীন। এ অবস্থায়, অভিযোগের বিষয়ে নাগরিকের হয়রানি বন্ধে দ্রুততার সহিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হলো।
আদেশের অনুলিপি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ) রেজিস্ট্রার জেনারেল বরাবর প্রেরণ করা হলো। মানবাধিকার কমিশন থেকে জানানো হয়, একটি জাতীয় দৈনিকে ডিএসসিসির জন্ম সনদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কমিশন এ নির্দেশনা দিয়েছে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
২০ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
২৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে