
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রমসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিন দেশের রাষ্ট্রদূত।
আজ শনিবার সকালে তাঁরা সড়ক পথে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছান। পরিদর্শনে এসেছিলেন ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিনডে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভন লিওয়েন ও ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল।
সকাল ১০টায় রাষ্ট্রদূতেরা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাঁদের স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
কুমুদিনী পুরাতন লাইব্রেরিতে চা পান শেষে রাষ্ট্রদূতেরা দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখেন। পরে কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস, ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।
পরে তাঁরা দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক বাড়ি মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন। এ সময় রাজীব প্রসাদ সাহা, অধ্যাপক ডা. আব্দুল হালিম, ডা. প্রদীপ কুমার রায়, দানবীর রণদা প্রসাদ সাহার প্রপৌত্র রুদ্র প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন।
বিকেলে রাষ্ট্রদূতেরা ঢাকার উদ্দেশে রওনা হন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে