আজকের পত্রিকা ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপনাট্যবিষয়ক সম্পাদক লিপ্টন ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্ত্রাসবিরোধী দায়ের করা একটি মামলায় লালমনিরহাটের কলেজশিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পৃথক আদেশে রিমান্ড মঞ্জুর করেন।
আজ বিকেলে লিপ্টন ইসলামকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইলিয়াস কবির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে লিপ্টন ইসলামকে গ্রেপ্তার আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট হাইকোর্টের মাজার গেট এলাকায় আন্দোলনে অংশ নেন সোবহান মুনশি। বেলা ১১টায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই গত ৩ ডিসেম্বর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশের গুলিতে সোবহান মুনশি মারা যান।
অপর দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষক মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অন্যরা হলেন যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কে এম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুঁই।
তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ৩ ফেব্রুয়ারি গভীর রাতে তাঁদের মিরপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ ৪ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মুকিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি লালমনিরহাটের পাটগ্রামের সরকারি কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।
মামলার সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তাঁরা লিফলেট বিতরণ করেন। এ সময় স্লোগান, মিছিল দিয়ে তাদের নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছে। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপনাট্যবিষয়ক সম্পাদক লিপ্টন ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্ত্রাসবিরোধী দায়ের করা একটি মামলায় লালমনিরহাটের কলেজশিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পৃথক আদেশে রিমান্ড মঞ্জুর করেন।
আজ বিকেলে লিপ্টন ইসলামকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইলিয়াস কবির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে লিপ্টন ইসলামকে গ্রেপ্তার আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট হাইকোর্টের মাজার গেট এলাকায় আন্দোলনে অংশ নেন সোবহান মুনশি। বেলা ১১টায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই গত ৩ ডিসেম্বর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশের গুলিতে সোবহান মুনশি মারা যান।
অপর দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষক মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অন্যরা হলেন যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কে এম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুঁই।
তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ৩ ফেব্রুয়ারি গভীর রাতে তাঁদের মিরপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ ৪ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মুকিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি লালমনিরহাটের পাটগ্রামের সরকারি কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।
মামলার সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তাঁরা লিফলেট বিতরণ করেন। এ সময় স্লোগান, মিছিল দিয়ে তাদের নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছে। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে