নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়োগ বোর্ড ও বাছাই কমিটির সদস্য সচিব তিনি। তিনিই আবার একটি পদে আবেদনকারী। নিজেই বাছাই করেছেন নিজের আবেদন। তাঁর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা এই ব্যক্তি আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে।
নিয়োগ-সংক্রান্ত সব কমিটি থেকে পদত্যাগ না করে, নিজেই প্রার্থী হওয়ার মধ্য দিয়ে কামরুল ইসলাম আইনের ব্যত্যয় ঘটিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বলছে, নিয়োগ-সংক্রান্ত কমিটিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের থাকাটি অবৈধ। কারণ, তিনি একজন প্রার্থী।
ইআবি সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি প্রথম শ্রেণির ৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইআবি। পদগুলো হলো রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, পরিচালক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। প্রার্থীদের ৭ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়। এ বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার হিসেবে সই করেছেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম। তিনিই আবার রেজিস্ট্রার হওয়ার জন্য এই পদে আবেদন করেছেন।
নিয়োগ বোর্ডের সদস্য নিজেই আবেদনকারী হওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে রেজিস্ট্রার পদে আবেদনকারী তিনজন প্রার্থী বলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজেই যেখানে প্রার্থী, সেখানে তিনি কীভাবে বাছাই কমিটির সদস্য হন।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আমি রেজিস্ট্রার পদে আবেদন করেছি। বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করলে, আমাকে নেবে।’
অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুর রশিদ নিয়োগ কমিটিতে রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলামকে রাখা হবে না বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, ‘যিনি প্রার্থী হবেন তাঁকে নিয়োগ কমিটিতে রাখা হবে না। আগে কী হয়েছে, সেটি জানি না। এবার স্বচ্ছ নিয়োগ হবে।’
নিয়োগ কমিটিতে প্রার্থী থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা খবর নেব।’

নিয়োগ বোর্ড ও বাছাই কমিটির সদস্য সচিব তিনি। তিনিই আবার একটি পদে আবেদনকারী। নিজেই বাছাই করেছেন নিজের আবেদন। তাঁর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা এই ব্যক্তি আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে।
নিয়োগ-সংক্রান্ত সব কমিটি থেকে পদত্যাগ না করে, নিজেই প্রার্থী হওয়ার মধ্য দিয়ে কামরুল ইসলাম আইনের ব্যত্যয় ঘটিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) বলছে, নিয়োগ-সংক্রান্ত কমিটিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের থাকাটি অবৈধ। কারণ, তিনি একজন প্রার্থী।
ইআবি সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি প্রথম শ্রেণির ৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইআবি। পদগুলো হলো রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, পরিচালক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। প্রার্থীদের ৭ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়। এ বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার হিসেবে সই করেছেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম। তিনিই আবার রেজিস্ট্রার হওয়ার জন্য এই পদে আবেদন করেছেন।
নিয়োগ বোর্ডের সদস্য নিজেই আবেদনকারী হওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে রেজিস্ট্রার পদে আবেদনকারী তিনজন প্রার্থী বলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজেই যেখানে প্রার্থী, সেখানে তিনি কীভাবে বাছাই কমিটির সদস্য হন।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আমি রেজিস্ট্রার পদে আবেদন করেছি। বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করলে, আমাকে নেবে।’
অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুর রশিদ নিয়োগ কমিটিতে রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলামকে রাখা হবে না বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, ‘যিনি প্রার্থী হবেন তাঁকে নিয়োগ কমিটিতে রাখা হবে না। আগে কী হয়েছে, সেটি জানি না। এবার স্বচ্ছ নিয়োগ হবে।’
নিয়োগ কমিটিতে প্রার্থী থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা খবর নেব।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে