নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ বুধবার দুপুরে রাজধানীর রমনায় পয়লা বৈশাখ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রস্তুত রয়েছি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাইবার পেট্রোলিং করছি। র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন।’
র্যাব ডিজি বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’
নাশকতার প্রস্তুতি বা এ ধরনের হুমকি মাথায় নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন কি, এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এ জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কোন রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’
রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ইলেকট্রোড হিসেবে র্যাব আছে। দু’পক্ষের মধ্যে সমন্বয় কেমন আছে? জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স এর সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।’
র্যাবের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া কি সম্ভব এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।’

পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ বুধবার দুপুরে রাজধানীর রমনায় পয়লা বৈশাখ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রস্তুত রয়েছি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাইবার পেট্রোলিং করছি। র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন।’
র্যাব ডিজি বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’
নাশকতার প্রস্তুতি বা এ ধরনের হুমকি মাথায় নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন কি, এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এ জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কোন রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’
রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ইলেকট্রোড হিসেবে র্যাব আছে। দু’পক্ষের মধ্যে সমন্বয় কেমন আছে? জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স এর সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।’
র্যাবের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া কি সম্ভব এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে