নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে মোটরসাইকেলে চালক ছাড়া কোনো আরোহী বহন না করার অনুরোধ জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে এ নির্দেশনা মাঠপর্যায়ে মানতে দেখা যায়নি মোটরসাইকেলচালকদের। পুলিশের চেকপোস্টের সামনে দিয়েই মোটরসাইকেলে দুজন গেলেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ থাকায় আজও অফিসগামী মানুষের দুর্ভোগ ছিল আগের মতোই। তবে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল ছিল চোখে পড়ার মতো। অনেক জায়গায় রীতিমতো যানজট লেগে থেমে থেমে চলতে দেখা গেছে গাড়ি। নগরীতে গণপরিবহন না থাকায় অফিসগামী যাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন বিভিন্ন বাহনে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী, এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে রাইড শেয়ারিং সেবার মোটরসাইকেল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অনেক রাইড শেয়ারিং সেবার ট্রিপ নিচ্ছে বেশির ভাগ মোটরসাইকেলচালক। বিভিন্ন প্রতিষ্ঠানের রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তা বন্ধ নেই। যাত্রীরা চাইলে অ্যাপস ব্যবহার করে রাইড শেয়ারিং সেবা নিতে পারছেন।
নির্দেশনা অমান্য করে রাইড শেয়ারিং মোটরসাইকেলচালক রহমান শেখের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, '৮০ হাজার টাকা লোন করে মোটরসাইকেল কিনেছি। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। যদি রাইডে না যাই তাহলে ইনকাম হবে না। আর ইনকাম না হলে এই ঋণের টাকা পরিশোধ করতে পারব না। তাই বাধ্য হয়েই নির্দেশনা অমান্য করে মোটরসাইকেলে যাত্রী নিচ্ছি।'
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে বৃহস্পতিবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। বর্তমানে সারা দেশে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে মোটরসাইকেলে চালক ছাড়া কোনো আরোহী বহন না করার অনুরোধ জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে এ নির্দেশনা মাঠপর্যায়ে মানতে দেখা যায়নি মোটরসাইকেলচালকদের। পুলিশের চেকপোস্টের সামনে দিয়েই মোটরসাইকেলে দুজন গেলেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ থাকায় আজও অফিসগামী মানুষের দুর্ভোগ ছিল আগের মতোই। তবে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল ছিল চোখে পড়ার মতো। অনেক জায়গায় রীতিমতো যানজট লেগে থেমে থেমে চলতে দেখা গেছে গাড়ি। নগরীতে গণপরিবহন না থাকায় অফিসগামী যাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন বিভিন্ন বাহনে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী, এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে রাইড শেয়ারিং সেবার মোটরসাইকেল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অনেক রাইড শেয়ারিং সেবার ট্রিপ নিচ্ছে বেশির ভাগ মোটরসাইকেলচালক। বিভিন্ন প্রতিষ্ঠানের রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তা বন্ধ নেই। যাত্রীরা চাইলে অ্যাপস ব্যবহার করে রাইড শেয়ারিং সেবা নিতে পারছেন।
নির্দেশনা অমান্য করে রাইড শেয়ারিং মোটরসাইকেলচালক রহমান শেখের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, '৮০ হাজার টাকা লোন করে মোটরসাইকেল কিনেছি। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। যদি রাইডে না যাই তাহলে ইনকাম হবে না। আর ইনকাম না হলে এই ঋণের টাকা পরিশোধ করতে পারব না। তাই বাধ্য হয়েই নির্দেশনা অমান্য করে মোটরসাইকেলে যাত্রী নিচ্ছি।'
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে বৃহস্পতিবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। বর্তমানে সারা দেশে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে