সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামী শাহারিয়ার সোহেলের বিশেষ অঙ্গ কাটার অভিযোগে আফসানা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহারিয়ার সোহেল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁর (৪৪) মা নুরজাহান বেগেম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
শাহারিয়ার সোহেল (৪৪) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাজী গোলাম মোস্তফার ছেলে। তাঁর স্ত্রী অভিযুক্ত আফসানা শরিয়তপুর জেলার সদর থানার পালং এলাকার সফিজ উদ্দিন আহাম্মেদের মেয়ে।
গ্রেপ্তার হওয়ার আগে সোহেলের স্ত্রী আফসানা বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ১২ বছর আগে। ঘরে রয়েছে দুই কন্যা সন্তান। কিন্তু আমার স্বামী সোহেলের অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। উল্টে আমাকে হুমকি দিয়েছেন ও মারধর করেছেন। বাসার বারান্দায় গিয়ে প্রায়ই মেয়েদের সঙ্গে চুপি চুপি কথা বলেন। প্রায়ই বন্ধুদের কথা বলে ২ থেকে ৩ দিন নিরুদ্দেশ হয়ে যান।’
আফসানা আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আমি কি যে করেছি বুঝতে পারছি না।’
সোহেলের মা নুরজাহান বেগেমর অভিযোগ, ‘আমার ছেলে সোহেলের স্ত্রী আফসানা বেগমের অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় ছেলে প্রতিবাদ করেছে ও বাঁধা দিয়েছে। কিন্তু আফসানা কথা শুনতো না। এসব নিয়ে ক্ষুব্ধ হয়ে ঘুমে থাকা সোহেলের বিশেষ অঙ্গ কেটে দেয় আফসানা।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিলন ফকির বলেন, ‘আহত সোহেলের মা নূরজাহান বাদী হয়ে আফসানাকে আসামি করে থানায় মামলা করেন। প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহ থেকে এ কান্ড ঘটেছে। আরও তদন্তের পর কী কারণে এমন কান্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যাবে। উভয় পক্ষই পরষ্পর দোষারোপ করছেন। তবে তাঁর চেয়ে বড় বিষয় আফসানা এখন অপরাধী। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কার্যক্রম চলবে।’

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামী শাহারিয়ার সোহেলের বিশেষ অঙ্গ কাটার অভিযোগে আফসানা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহারিয়ার সোহেল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁর (৪৪) মা নুরজাহান বেগেম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
শাহারিয়ার সোহেল (৪৪) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাজী গোলাম মোস্তফার ছেলে। তাঁর স্ত্রী অভিযুক্ত আফসানা শরিয়তপুর জেলার সদর থানার পালং এলাকার সফিজ উদ্দিন আহাম্মেদের মেয়ে।
গ্রেপ্তার হওয়ার আগে সোহেলের স্ত্রী আফসানা বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ১২ বছর আগে। ঘরে রয়েছে দুই কন্যা সন্তান। কিন্তু আমার স্বামী সোহেলের অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। উল্টে আমাকে হুমকি দিয়েছেন ও মারধর করেছেন। বাসার বারান্দায় গিয়ে প্রায়ই মেয়েদের সঙ্গে চুপি চুপি কথা বলেন। প্রায়ই বন্ধুদের কথা বলে ২ থেকে ৩ দিন নিরুদ্দেশ হয়ে যান।’
আফসানা আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আমি কি যে করেছি বুঝতে পারছি না।’
সোহেলের মা নুরজাহান বেগেমর অভিযোগ, ‘আমার ছেলে সোহেলের স্ত্রী আফসানা বেগমের অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় ছেলে প্রতিবাদ করেছে ও বাঁধা দিয়েছে। কিন্তু আফসানা কথা শুনতো না। এসব নিয়ে ক্ষুব্ধ হয়ে ঘুমে থাকা সোহেলের বিশেষ অঙ্গ কেটে দেয় আফসানা।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিলন ফকির বলেন, ‘আহত সোহেলের মা নূরজাহান বাদী হয়ে আফসানাকে আসামি করে থানায় মামলা করেন। প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহ থেকে এ কান্ড ঘটেছে। আরও তদন্তের পর কী কারণে এমন কান্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যাবে। উভয় পক্ষই পরষ্পর দোষারোপ করছেন। তবে তাঁর চেয়ে বড় বিষয় আফসানা এখন অপরাধী। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কার্যক্রম চলবে।’

মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২২ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৪১ মিনিট আগে