ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের মৌলভীরটেক এলাকায় রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফরিদা বানু (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মৌলভীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদা বানুর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। তাঁর স্বামীর নাম জামাল হাওলাদার।
হাসপাতালে নিহত নারীর ভাগনি সেলিনা বেগম জানান, কয়েক মাস ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন ফরিদা বানু। অনেক দিন ধরে তাঁকে ঢাকায় এনে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করছিলেন। গতকাল শুক্রবার সেলিনা বেগম তাঁকে ঢাকায় নিয়ে আসেন। খিলগাঁওয়ের নবীনবাগে সেলিনার এক বোনের বাসায় ওঠেন তিনি। চিকিৎসা নিতে আজ সকালে তাঁরা দুজন ফরাজি হাসপাতালে যান। সেখানে সিরিয়াল দেওয়ার পর তাঁদের রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আসতে বলা হয়। এরপর হাসপাতাল থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় করে নবীনবাগের বাসায় ফিরছিলেন তাঁরা। বাসার অদূরে নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এলে তাঁদের রিকশাকে পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দেয়। এতে রিকশার ডান পাশে বসে থাকা ফরিদা বানু ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাঁর ওপর দিয়ে চলে যায়।
আবু রায়হান সরদার নামে এক পথচারী বলেন, নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটেছে। রিকশা থেকে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান ওই নারীর ওপর উঠে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তাঁর স্বজন ও পথচারীরা। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ের মৌলভীরটেক এলাকায় রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফরিদা বানু (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মৌলভীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদা বানুর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। তাঁর স্বামীর নাম জামাল হাওলাদার।
হাসপাতালে নিহত নারীর ভাগনি সেলিনা বেগম জানান, কয়েক মাস ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন ফরিদা বানু। অনেক দিন ধরে তাঁকে ঢাকায় এনে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করছিলেন। গতকাল শুক্রবার সেলিনা বেগম তাঁকে ঢাকায় নিয়ে আসেন। খিলগাঁওয়ের নবীনবাগে সেলিনার এক বোনের বাসায় ওঠেন তিনি। চিকিৎসা নিতে আজ সকালে তাঁরা দুজন ফরাজি হাসপাতালে যান। সেখানে সিরিয়াল দেওয়ার পর তাঁদের রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আসতে বলা হয়। এরপর হাসপাতাল থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় করে নবীনবাগের বাসায় ফিরছিলেন তাঁরা। বাসার অদূরে নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এলে তাঁদের রিকশাকে পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দেয়। এতে রিকশার ডান পাশে বসে থাকা ফরিদা বানু ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাঁর ওপর দিয়ে চলে যায়।
আবু রায়হান সরদার নামে এক পথচারী বলেন, নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটেছে। রিকশা থেকে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান ওই নারীর ওপর উঠে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তাঁর স্বজন ও পথচারীরা। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে