গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে মানুষ।
আজ সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, অমিতি সোয়েটারস লিমিটেডের শ্রমিকেরা আজ রোববার সকাল ৮টার দিকে কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান।
অমিতি সোয়েটার্স লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে দেওয়া একটি নোটিশে জানানো হয়েছে, কারখানায় কোনো কাজ না থাকায় ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী লে-অফ (বন্ধ) থাকবে। তবে, এই সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বন্ধের সময়ে শ্রমিকদের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।
শ্রমিকেরা জানান, আজ সকালে কাজে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকেরা। এরপর তাঁরা সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। তাঁরা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান জানান, আজ সকালে শ্রমিকেরা প্রধান ফটকে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে মানুষ।
আজ সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, অমিতি সোয়েটারস লিমিটেডের শ্রমিকেরা আজ রোববার সকাল ৮টার দিকে কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান।
অমিতি সোয়েটার্স লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে দেওয়া একটি নোটিশে জানানো হয়েছে, কারখানায় কোনো কাজ না থাকায় ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী লে-অফ (বন্ধ) থাকবে। তবে, এই সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বন্ধের সময়ে শ্রমিকদের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।
শ্রমিকেরা জানান, আজ সকালে কাজে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকেরা। এরপর তাঁরা সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। তাঁরা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান জানান, আজ সকালে শ্রমিকেরা প্রধান ফটকে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে