শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় বকেয়া বেতন চাওয়ায় মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে ১০-১২ জন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার রাতে মুসলিমনগর নিউ টাউন এলাকায় অবস্থিত সাইনবোর্ড স্পিডবোট কারখানার পাশে সজিবের কার্টুন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
ইয়াসিন আরাফাত রনির মা জোছনা বেগমের দাবি, তাঁর ছেলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধদের একজন।
হামলার সময় অভিযুক্ত ব্যক্তিরা ওই যুবকের মাথায় বাঁশ দিয়ে আঘাতসহ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা আজ বুধবার ভোরে অভিযুক্ত চার ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরক্ষণেই পুলিশ অভিযুক্ত মো. রুবেল ওরফে সোহেলকে (২৯) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আজ বিকেলে আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন সজিব মিয়া (৩০), আছিউর (৪৮) ও মাশকুর রহমান (৪৮)।
প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী জোছনা বেগম জানান, ইয়াসিন আরাফাত রনি প্রায় আট মাস আগে সাইনবোর্ড স্পিডবোট কারখানায় সজিব মিয়ার কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে ২৫ মার্চ রাতে কারখানার মালিকের কাছ থেকে প্রাপ্য বেতন চাইতে গেলে রুবেল (সোহেল), সজিব মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিরা রনিকে মারধর শুরু করেন।
একপর্যায়ে আসামি রুবেল ভুক্তভোগীর ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলেন। এ ঘটনায় রনি জ্ঞান হারালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁর মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে আসেন। এ সময় আসামিরা তাঁদের ওপর আক্রমণ করেন। এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার কানের দুল ছিনিয়ে নেন। পরে তাঁরা বোন মারিয়ার কাপড় টানাহেঁচড়া করে হেনস্তা করেন। এ ঘটনায় আহত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

রাজধানীর ডেমরায় বকেয়া বেতন চাওয়ায় মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে ১০-১২ জন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার রাতে মুসলিমনগর নিউ টাউন এলাকায় অবস্থিত সাইনবোর্ড স্পিডবোট কারখানার পাশে সজিবের কার্টুন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
ইয়াসিন আরাফাত রনির মা জোছনা বেগমের দাবি, তাঁর ছেলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধদের একজন।
হামলার সময় অভিযুক্ত ব্যক্তিরা ওই যুবকের মাথায় বাঁশ দিয়ে আঘাতসহ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা আজ বুধবার ভোরে অভিযুক্ত চার ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরক্ষণেই পুলিশ অভিযুক্ত মো. রুবেল ওরফে সোহেলকে (২৯) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আজ বিকেলে আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন সজিব মিয়া (৩০), আছিউর (৪৮) ও মাশকুর রহমান (৪৮)।
প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী জোছনা বেগম জানান, ইয়াসিন আরাফাত রনি প্রায় আট মাস আগে সাইনবোর্ড স্পিডবোট কারখানায় সজিব মিয়ার কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে ২৫ মার্চ রাতে কারখানার মালিকের কাছ থেকে প্রাপ্য বেতন চাইতে গেলে রুবেল (সোহেল), সজিব মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিরা রনিকে মারধর শুরু করেন।
একপর্যায়ে আসামি রুবেল ভুক্তভোগীর ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলেন। এ ঘটনায় রনি জ্ঞান হারালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁর মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে আসেন। এ সময় আসামিরা তাঁদের ওপর আক্রমণ করেন। এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার কানের দুল ছিনিয়ে নেন। পরে তাঁরা বোন মারিয়ার কাপড় টানাহেঁচড়া করে হেনস্তা করেন। এ ঘটনায় আহত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩১ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪৩ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে