গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরি ও ঘাট সংকটের পাশাপাশি টানা দুই দিনের বৃষ্টিতে গাড়ি চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে দৌলতদিয়া ফেরিঘাট ও এর আশপাশের সড়ক খানাখন্দ ও কাদাপানিতে পরিণত হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে ফেরি ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ছোট-বড় ফেরি চলাচল করত। তার মধ্যে একটি ফেরি ডুবে যায় এবং চারটি রো রো ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার এক দিনে আরও দুটি রো রো ফেরি বন্ধ রাখা হয়। এখন দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ২০ টির মধ্যে ১৪টি ফেরি চালু রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়ায় সাতটি ফেরিঘাটের মধ্যে চারটি (৩,৪, ৫,৭) ঘাট চালু রয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুই দিনের বৃষ্টিতে প্রায় প্রতিটি ঘাটের সংযোগ সড়ক ও পন্টুন কাদায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ফেরিতে গাড়ি ওঠানামার জন্য চালকদের বাড়তি ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রাজবাড়ী থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন ইমরান খান। সকালে ৫ নম্বর ঘাটে কাদাপানি দেখে স্ত্রীকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিলেও গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে এনামুল পন্টুনেই পিছলে পড়ে যান।
এ ছাড়াও বাড়তি দুর্ভোগ হিসেবে যোগ হয়েছে জরাজীর্ণ সড়ক। ৩ নম্বর ফেরিঘাট থেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে কাদাপানি জমে থাকায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চালকেরা।
গোপালগঞ্জ থেকে আসা ট্রাকচালক মো. জালাল শেখ জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘাট এলাকায় আসেন। এরপর সারা রাত ও পরদিন ১২টা পর্যন্ত পথে অপেক্ষার পর মঙ্গলবার ২টার দিকে তিনি ফেরিঘাটে সড়কে পৌঁছাতে পেরেছেন। মো. জালাল শেখ বলেন, গাড়ির দীর্ঘ সারির সঙ্গে গত দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করা বেশ কষ্টকর। তারপর আবার রাস্তা খারাপ। অনেক সময় গাড়ির পাটি ভেঙে গিয়ে বিকল হয়ে পরে।
লালন শাহ পরিবহনের চালক মাসুম আহম্মেদ বলেন, দুই দিনের বৃষ্টিতে সড়কের বেহাল দশা হয়েছে। পানি জমে থাকায় কোথায় গর্ত সেটাও বোঝা যায় না। অনেক সময় গর্তে পরে গাড়ির পাতি ভেঙে যাওয়া সহ অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। তিনি দ্রুত সড়ক মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসাইন বলেন, ১৬ টি ফেরির মধ্যে সম্প্রতি আরও দুটি ফেরি বিকল হওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তবে ঘাট স্বল্পতা থাকলেও মূলত ফেরি কম থাকায় গাড়ি পার করতে সময় বেশি লাগছে। বৃষ্টির কারণে বাড়তি দুর্ভোগ যোগ হয়েছে। ঘাটের সংযোগ সড়ক ও পন্টুন কাদাপানিতে পিচ্ছিল হওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামা করতে বেগ পেতে হচ্ছে। সড়ক না শুকানো পর্যন্ত এমন কিছুটা সমস্যা হবে বলে তিনি জানান।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরি ও ঘাট সংকটের পাশাপাশি টানা দুই দিনের বৃষ্টিতে গাড়ি চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে দৌলতদিয়া ফেরিঘাট ও এর আশপাশের সড়ক খানাখন্দ ও কাদাপানিতে পরিণত হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে ফেরি ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ছোট-বড় ফেরি চলাচল করত। তার মধ্যে একটি ফেরি ডুবে যায় এবং চারটি রো রো ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার এক দিনে আরও দুটি রো রো ফেরি বন্ধ রাখা হয়। এখন দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ২০ টির মধ্যে ১৪টি ফেরি চালু রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়ায় সাতটি ফেরিঘাটের মধ্যে চারটি (৩,৪, ৫,৭) ঘাট চালু রয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুই দিনের বৃষ্টিতে প্রায় প্রতিটি ঘাটের সংযোগ সড়ক ও পন্টুন কাদায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ফেরিতে গাড়ি ওঠানামার জন্য চালকদের বাড়তি ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রাজবাড়ী থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন ইমরান খান। সকালে ৫ নম্বর ঘাটে কাদাপানি দেখে স্ত্রীকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিলেও গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে এনামুল পন্টুনেই পিছলে পড়ে যান।
এ ছাড়াও বাড়তি দুর্ভোগ হিসেবে যোগ হয়েছে জরাজীর্ণ সড়ক। ৩ নম্বর ফেরিঘাট থেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে কাদাপানি জমে থাকায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চালকেরা।
গোপালগঞ্জ থেকে আসা ট্রাকচালক মো. জালাল শেখ জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘাট এলাকায় আসেন। এরপর সারা রাত ও পরদিন ১২টা পর্যন্ত পথে অপেক্ষার পর মঙ্গলবার ২টার দিকে তিনি ফেরিঘাটে সড়কে পৌঁছাতে পেরেছেন। মো. জালাল শেখ বলেন, গাড়ির দীর্ঘ সারির সঙ্গে গত দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করা বেশ কষ্টকর। তারপর আবার রাস্তা খারাপ। অনেক সময় গাড়ির পাটি ভেঙে গিয়ে বিকল হয়ে পরে।
লালন শাহ পরিবহনের চালক মাসুম আহম্মেদ বলেন, দুই দিনের বৃষ্টিতে সড়কের বেহাল দশা হয়েছে। পানি জমে থাকায় কোথায় গর্ত সেটাও বোঝা যায় না। অনেক সময় গর্তে পরে গাড়ির পাতি ভেঙে যাওয়া সহ অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। তিনি দ্রুত সড়ক মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসাইন বলেন, ১৬ টি ফেরির মধ্যে সম্প্রতি আরও দুটি ফেরি বিকল হওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তবে ঘাট স্বল্পতা থাকলেও মূলত ফেরি কম থাকায় গাড়ি পার করতে সময় বেশি লাগছে। বৃষ্টির কারণে বাড়তি দুর্ভোগ যোগ হয়েছে। ঘাটের সংযোগ সড়ক ও পন্টুন কাদাপানিতে পিচ্ছিল হওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামা করতে বেগ পেতে হচ্ছে। সড়ক না শুকানো পর্যন্ত এমন কিছুটা সমস্যা হবে বলে তিনি জানান।

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
৩ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।
২ ঘণ্টা আগে