টাঙ্গাইল প্রতিনিধি

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের সাময়িক সভাপতির দায়িত্ব পালন করবেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরে রাজধানীর তুরাগ প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বড় মনির। পরে তার বিরুদ্ধে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি ওই কলেজের সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির। ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে তাঁকে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের মোবাইলে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের সাময়িক সভাপতির দায়িত্ব পালন করবেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরে রাজধানীর তুরাগ প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বড় মনির। পরে তার বিরুদ্ধে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি ওই কলেজের সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির। ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে তাঁকে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের মোবাইলে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৯ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৮ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে