টাঙ্গাইল প্রতিনিধি

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের সাময়িক সভাপতির দায়িত্ব পালন করবেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরে রাজধানীর তুরাগ প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বড় মনির। পরে তার বিরুদ্ধে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি ওই কলেজের সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির। ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে তাঁকে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের মোবাইলে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের সাময়িক সভাপতির দায়িত্ব পালন করবেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরে রাজধানীর তুরাগ প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বড় মনির। পরে তার বিরুদ্ধে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি ওই কলেজের সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির। ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে তাঁকে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের মোবাইলে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৫ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪২ মিনিট আগে