বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে রেলের ৯টি বগিচ্যুতির বিষয়ে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘যে ব্যক্তি ফিশপ্লেট খুলতেছিল, তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।’
আজ সোমবার বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আগুন-সন্ত্রাসী বিএনপি, বিএনপি সমর্থনকারী ও জামায়াত এই কাজগুলো করে। এসব করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা ভালো করেই জানে, মানুষ তাদের ভোট দেবে না। সে জন্যই এসব অপকর্ম করছে।’
মন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাস, মানুষকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
ট্রেনে ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে অধিকাংশ যাত্রী যাতে বহন করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। টিকিট ছাড়ার দুই-তিন ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নম্বর থেকে টিকিট কেনা হয়, প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সঙ্গে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, সহসভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লার নাঙ্গলকোটে রেলের ৯টি বগিচ্যুতির বিষয়ে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘যে ব্যক্তি ফিশপ্লেট খুলতেছিল, তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।’
আজ সোমবার বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আগুন-সন্ত্রাসী বিএনপি, বিএনপি সমর্থনকারী ও জামায়াত এই কাজগুলো করে। এসব করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা ভালো করেই জানে, মানুষ তাদের ভোট দেবে না। সে জন্যই এসব অপকর্ম করছে।’
মন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাস, মানুষকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
ট্রেনে ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে অধিকাংশ যাত্রী যাতে বহন করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। টিকিট ছাড়ার দুই-তিন ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নম্বর থেকে টিকিট কেনা হয়, প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সঙ্গে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, সহসভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৬ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২৪ মিনিট আগে