Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ০৫ জুন ২০২৫, ১১: ১৪
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি
টাঙ্গাইলের রাবনা এলাকায় আজ সকালে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা। আজ বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইলের রাবনা থেকে যমুনা সেতু পর্যন্ত গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে।

যাত্রী ও কয়েকজন বাসচালক জানান, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। রাতভর মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করেছে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, ‘মহাসড়কে একাধিক বাস বিকল হওয়ার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত