নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুড়ে যাওয়া বঙ্গবাজারে অস্থায়ী কাপড়ের দোকানগুলো অপসারণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পূর্বঘোষণা অনুযায়ী এই স্থানে বহুতল নতুন ভবন নির্মাণের কাজ শুরু করতেই এসব অস্থায়ী দোকান অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হবে শিগ্গিরই। সেই অনুযায়ী ঠিকাদারদের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করার কথা ছিল। সেই সময়টা ঈদের পরে বলা হয়েছিল। ঈদ শেষ, তাই এখানে যেসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকান নিয়ে বসেছিলেন, তাঁদের চলে যেতে হবে। মার্কেটের দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলে মেয়র মহোদয়ের নির্দেশে তাই অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকেই এই কার্যক্রম শুরু হয় সিটি করপোরেশন সম্পত্তি বিভাগের তত্ত্বাবধানে। এ সময় করপোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবাজারের সামনের অংশে একটি ভেকু দিয়ে বাঁশের কাঠামো সরিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা গেছে। এর আগে সোমবার দুপুরেও এক দফা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। অপসারণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
গত বছরের ৪ এপ্রিল রমজানের ঈদের আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় রাজধানীর সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেয় ডিএসসিসি।
ডিএসসিসি জানিয়েছে, বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হবে বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান। ১০ তলাবিশিষ্ট ভবনের নিচতলা ও বেসমেন্ট ছাড়াও থাকবে মোট আটটি তলা। ১ দশমিক ৭৯ একর জায়গার ওপর নির্মিত হতে যাওয়া বহুতল ভবনে থাকবে ৩ হাজার ৪২টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০ থেকে ১০০ বর্গফুট। ভবনটিতে থাকবে আটটি লিফট, এর মধ্যে চারটি থাকবে ক্রেতা-বিক্রেতাদের জন্য। আর বাকি চারটি কার্গো লিফট থাকবে মালামাল তোলা ও নামানোর জন্য।
এ ছাড়া গাড়ি পার্কিং, খাবারের দোকান, সমিতির অফিস, নিরাপত্তাকর্মী এবং সেখানকার কর্মীদের আবাসনের ব্যবস্থা। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি টাকা।

পুড়ে যাওয়া বঙ্গবাজারে অস্থায়ী কাপড়ের দোকানগুলো অপসারণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পূর্বঘোষণা অনুযায়ী এই স্থানে বহুতল নতুন ভবন নির্মাণের কাজ শুরু করতেই এসব অস্থায়ী দোকান অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হবে শিগ্গিরই। সেই অনুযায়ী ঠিকাদারদের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করার কথা ছিল। সেই সময়টা ঈদের পরে বলা হয়েছিল। ঈদ শেষ, তাই এখানে যেসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকান নিয়ে বসেছিলেন, তাঁদের চলে যেতে হবে। মার্কেটের দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলে মেয়র মহোদয়ের নির্দেশে তাই অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকেই এই কার্যক্রম শুরু হয় সিটি করপোরেশন সম্পত্তি বিভাগের তত্ত্বাবধানে। এ সময় করপোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবাজারের সামনের অংশে একটি ভেকু দিয়ে বাঁশের কাঠামো সরিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা গেছে। এর আগে সোমবার দুপুরেও এক দফা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। অপসারণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
গত বছরের ৪ এপ্রিল রমজানের ঈদের আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় রাজধানীর সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেয় ডিএসসিসি।
ডিএসসিসি জানিয়েছে, বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হবে বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান। ১০ তলাবিশিষ্ট ভবনের নিচতলা ও বেসমেন্ট ছাড়াও থাকবে মোট আটটি তলা। ১ দশমিক ৭৯ একর জায়গার ওপর নির্মিত হতে যাওয়া বহুতল ভবনে থাকবে ৩ হাজার ৪২টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০ থেকে ১০০ বর্গফুট। ভবনটিতে থাকবে আটটি লিফট, এর মধ্যে চারটি থাকবে ক্রেতা-বিক্রেতাদের জন্য। আর বাকি চারটি কার্গো লিফট থাকবে মালামাল তোলা ও নামানোর জন্য।
এ ছাড়া গাড়ি পার্কিং, খাবারের দোকান, সমিতির অফিস, নিরাপত্তাকর্মী এবং সেখানকার কর্মীদের আবাসনের ব্যবস্থা। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি টাকা।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে