নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।
ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।
ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে