সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে আগ্নেয়াস্ত্র কেনাবেচা করার সময় দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার রাতে সাভার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। আজ দুপুরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার সজীব হোসেন (৩০) ও শেরপুর জেলার ফজল আহমেদ গাজী (২৯)। তারা ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।
এ ছাড়া অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি মকবুল হোসেন (৫৫) পালিয়ে যায়। মকবুল হোসেন ধনাইদ এলাকার ইউসুব আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি জঙ্গলের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় ব্যারেলসহ সাড়ে ৯ ইঞ্চি লম্বা একটি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়। পিস্তলটি সচল রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সজীবের রেন্ট এ কারের ব্যবসা আছে। এর আড়ালে তারা ছিনতাই ও মাদক কারবার করত। সজীবের সহযোগী হলেন ফজল।’
পুলিশ কর্মকর্তা জামাল শিকদার জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি মকবুল হোসেন পালিয়ে যান। মকবুল হোসেন ধনাইদ এলাকার ইউসুব আলীর ছেলে। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকার সাভারে আগ্নেয়াস্ত্র কেনাবেচা করার সময় দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার রাতে সাভার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। আজ দুপুরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার সজীব হোসেন (৩০) ও শেরপুর জেলার ফজল আহমেদ গাজী (২৯)। তারা ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।
এ ছাড়া অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি মকবুল হোসেন (৫৫) পালিয়ে যায়। মকবুল হোসেন ধনাইদ এলাকার ইউসুব আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি জঙ্গলের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় ব্যারেলসহ সাড়ে ৯ ইঞ্চি লম্বা একটি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়। পিস্তলটি সচল রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সজীবের রেন্ট এ কারের ব্যবসা আছে। এর আড়ালে তারা ছিনতাই ও মাদক কারবার করত। সজীবের সহযোগী হলেন ফজল।’
পুলিশ কর্মকর্তা জামাল শিকদার জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি মকবুল হোসেন পালিয়ে যান। মকবুল হোসেন ধনাইদ এলাকার ইউসুব আলীর ছেলে। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৫ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে