নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এবার নতুন করে আর ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে গণপরিবহন।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক ও বিআরটিএর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহনের চালক সহকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না এমন নির্দেশনা কেবিনেট থেকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। এসব বিবেচনা করে পরিবহন মালিকের দাবি জানিয়েছেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তা ছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাঁদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাঁদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাব সরকার বিবেচনা করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের অনুরোধ, আমরা সব সিটে যাত্রী নিয়ে বাস চালাতে চাই। বাসের সকল শ্রমিকেরা যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে সে বিষয়টিও নজর দিতে হবে। শ্রমিকেরা যেন লাইসেন্স নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে চাই না। জনগণের রোষানলে পড়তে চাই না।
গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ রোধে ১১ দফার বিধিনিষেধ আরোপ করা হয়। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকেরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে আজ (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ।

আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এবার নতুন করে আর ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে গণপরিবহন।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক ও বিআরটিএর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহনের চালক সহকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না এমন নির্দেশনা কেবিনেট থেকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। এসব বিবেচনা করে পরিবহন মালিকের দাবি জানিয়েছেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তা ছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাঁদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাঁদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাব সরকার বিবেচনা করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের অনুরোধ, আমরা সব সিটে যাত্রী নিয়ে বাস চালাতে চাই। বাসের সকল শ্রমিকেরা যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে সে বিষয়টিও নজর দিতে হবে। শ্রমিকেরা যেন লাইসেন্স নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে চাই না। জনগণের রোষানলে পড়তে চাই না।
গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ রোধে ১১ দফার বিধিনিষেধ আরোপ করা হয়। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকেরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে আজ (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে