নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় আপিলে খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। এরপর সাংবাদিকদের বলেন, ‘এখন বিচার বিভাগ স্বাধীন।’
আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ আপিল মঞ্জুর করে শফিক রহমানকে খালাস দেন।
শফিক রহমানের আপিলের রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত থেকে বের হয়ে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান সাংবাদিকদের। শফিক রেহমান তাঁর লিখিত বক্তব্যে বিচারকদের প্রশংসা করেন।
‘লাল গোলাপ’ খ্যাত এ সাংবাদিক বলেন, ‘আপনারা শুনেছেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার যে মামলা করা হয়েছিল ২০১৬ সালের ১৬ এপ্রিলে, আজ সেটির রায় হলো। রায়ে মামলাটি থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে। সুদীর্ঘ ৯ বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি বিচারকদের। তারা এটাও প্রতিষ্ঠা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন।’
বেলা সোয়া ১১টার দিকে আদালতে হাজির হন শফিক রেহমান। একা হাঁটতে প্রায় অক্ষম এ সাংবাদিককে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান তাঁর আইনজীবীরা। ১১টা ২৩ মিনিটের দিকে বিচারক রায় ঘোষণা করেন।
রায় শুনে আদালত থেকে বের হয়ে আইনজীবী, সাংবাদিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানান শফিক রেহমান। এরপর আদালত প্রাঙ্গণের বটতলায় দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শফিক রেহমান বলেন, ‘আজ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, ম্যাডাম খালেদা জিয়াকে। অনেকবার তিনি আমার মুক্তি দাবি করেছিলেন। বহু সভা-সমিতিতে আমার মুক্তি দাবি করেছিলেন তিনি। আমাকে গ্রেপ্তার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন।’
সহধর্মিনী তালিয়া ও ছেলে সুমিতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে শফিক রেহমান বলেন, ‘আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল আমার স্ত্রী তালিয়া রহমানের ওপর অনেক ঝড়-ঝাপ্টা গেছে। আমার ছেলে সুমিত রেহমান আমার মুক্তির দাবিতে লন্ডনে কয়েক হাজার ব্রিটিশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছিল। আমি আমার স্ত্রী ও ছেলেকেও ধন্যবাদ জানাতে চাই।’
শফিক রেহমান বলেন, ‘আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের, যাঁরা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন—তাঁদের সবাইকে। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হতে পারল।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় আপিলে খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। এরপর সাংবাদিকদের বলেন, ‘এখন বিচার বিভাগ স্বাধীন।’
আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ আপিল মঞ্জুর করে শফিক রহমানকে খালাস দেন।
শফিক রহমানের আপিলের রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত থেকে বের হয়ে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান সাংবাদিকদের। শফিক রেহমান তাঁর লিখিত বক্তব্যে বিচারকদের প্রশংসা করেন।
‘লাল গোলাপ’ খ্যাত এ সাংবাদিক বলেন, ‘আপনারা শুনেছেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার যে মামলা করা হয়েছিল ২০১৬ সালের ১৬ এপ্রিলে, আজ সেটির রায় হলো। রায়ে মামলাটি থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে। সুদীর্ঘ ৯ বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি বিচারকদের। তারা এটাও প্রতিষ্ঠা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন।’
বেলা সোয়া ১১টার দিকে আদালতে হাজির হন শফিক রেহমান। একা হাঁটতে প্রায় অক্ষম এ সাংবাদিককে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান তাঁর আইনজীবীরা। ১১টা ২৩ মিনিটের দিকে বিচারক রায় ঘোষণা করেন।
রায় শুনে আদালত থেকে বের হয়ে আইনজীবী, সাংবাদিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানান শফিক রেহমান। এরপর আদালত প্রাঙ্গণের বটতলায় দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শফিক রেহমান বলেন, ‘আজ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, ম্যাডাম খালেদা জিয়াকে। অনেকবার তিনি আমার মুক্তি দাবি করেছিলেন। বহু সভা-সমিতিতে আমার মুক্তি দাবি করেছিলেন তিনি। আমাকে গ্রেপ্তার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন।’
সহধর্মিনী তালিয়া ও ছেলে সুমিতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে শফিক রেহমান বলেন, ‘আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল আমার স্ত্রী তালিয়া রহমানের ওপর অনেক ঝড়-ঝাপ্টা গেছে। আমার ছেলে সুমিত রেহমান আমার মুক্তির দাবিতে লন্ডনে কয়েক হাজার ব্রিটিশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছিল। আমি আমার স্ত্রী ও ছেলেকেও ধন্যবাদ জানাতে চাই।’
শফিক রেহমান বলেন, ‘আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের, যাঁরা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন—তাঁদের সবাইকে। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হতে পারল।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে