সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আমিনবাজার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে জন্মনিবন্ধন সনদ ও একটি চিরকুট পেয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে আমিনবাজার দিকনগর এলাকায় লাশ ভেসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন স্থানীয় বাসিন্দারা। পরে আমিনবাজার নৌ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ইমন সরকারের (২০) পরিবার রাজধানীর রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তিতে বাস করেন। ইমন ডেমরা এলাকায় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে ইমন কত দিন ধরে নিখোঁজ এমন কোনো তথ্য তাঁর পরিবারের কাছে ছিল না বলে জানিয়েছে পুলিশ।
তাঁর পকেটে থাকা চিরকুটের সব লেখা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে তা হলো—‘আমার নাম ইমন। বৃষ্টি নামের মেয়ের সাথে আমার রিলেশন হয়। আমি আমার মন থেকে ভালবাসি আর সে একটা বেঈমান। তার ভেতরটা ভালো না এবং আমি ভেবেছিলাম তার মন খুব সুন্দর। কিন্তু সে বারবার আমাকে ব্যবহার করে। তার জন্য আমি আমার নিজের ফ্যামিলিকে দূরে রাখি, আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো। আমি তাকে মন থেকে এখনও ভালবাসি, মিস করি।’
আমিনবাজার নৌ থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু তাহের মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনেরা এসেছিল। ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
পকেট থেকে পাওয়া চিরকুট দেখে মনে হয়েছে, এ মৃত্যুর সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো বিষয় আছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

সাভারের আমিনবাজার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে জন্মনিবন্ধন সনদ ও একটি চিরকুট পেয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে আমিনবাজার দিকনগর এলাকায় লাশ ভেসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন স্থানীয় বাসিন্দারা। পরে আমিনবাজার নৌ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ইমন সরকারের (২০) পরিবার রাজধানীর রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তিতে বাস করেন। ইমন ডেমরা এলাকায় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে ইমন কত দিন ধরে নিখোঁজ এমন কোনো তথ্য তাঁর পরিবারের কাছে ছিল না বলে জানিয়েছে পুলিশ।
তাঁর পকেটে থাকা চিরকুটের সব লেখা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে তা হলো—‘আমার নাম ইমন। বৃষ্টি নামের মেয়ের সাথে আমার রিলেশন হয়। আমি আমার মন থেকে ভালবাসি আর সে একটা বেঈমান। তার ভেতরটা ভালো না এবং আমি ভেবেছিলাম তার মন খুব সুন্দর। কিন্তু সে বারবার আমাকে ব্যবহার করে। তার জন্য আমি আমার নিজের ফ্যামিলিকে দূরে রাখি, আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো। আমি তাকে মন থেকে এখনও ভালবাসি, মিস করি।’
আমিনবাজার নৌ থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু তাহের মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনেরা এসেছিল। ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
পকেট থেকে পাওয়া চিরকুট দেখে মনে হয়েছে, এ মৃত্যুর সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো বিষয় আছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ মিনিট আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেন লেলিন সাহা (৩৬) নামের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তাঁর। পদত্যাগের ঘোষণার মাত্র দুই ঘণ্টা পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগে