Ajker Patrika

অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন বহাল

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

আদালতে জি কে শামীমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, অস্ত্র মামলায় জামিন বহাল থাকলেও আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। 

এর আগে ১৩ ডিসেম্বর হাইকোর্ট জিকে শামীমকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে জামিন স্থগিত করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে। যা বৃহস্পতিবার খারিজ করে দেন আপিল বিভাগ। 

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে জিকে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‍্যাব। সেসময় বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অভিযানে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে দুই মামলায় তার সাজা হয়েছে। 

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরে এর বিরুদ্ধে আপিল করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত