নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে যাত্রা শুরু করা মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা মেট্রোরেল ব্যবহার করছেন, তাঁদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে মেট্রোর মধ্যে কোনো ময়লা ফেলবেন না। আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে।’
মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিডি ক্লিন আয়োজিত প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। প্রদর্শনীতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও সিগারেটের ফিল্টার দিয়ে মাছ, গাছ ও কচ্ছপের প্রতিকৃতি তৈরি করা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ৩০ টন প্লাস্টিকের বোতল বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে সংগ্রহ করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের মাসে তাঁরা এটা করেছেন। এসব বোতল ও পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ, একই সঙ্গে জলাবদ্ধতার কারণ। পরিবেশ দূষণকারী এসব উপাদান জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছে। সিগারেটের ফিল্টার মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। গত এক মাস ধরে শীতের মধ্যে বিডি ক্লিনের সদস্যরা কাজ করেছেন। সুন্দর আয়োজনে আমি মুগ্ধ।’ এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিডি ক্লিনকে শুভেচ্ছাস্বরূপ ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা করছে। তাদের লাভের জন্য দেশ ও দেশের ক্ষতি হবে এটা তো ঠিক না। যখন ড্রেন পরিষ্কার করছি, তখন প্লাস্টিকের বর্জ্য আর চিপস আসছে। আপনারা যে পণ্য উৎপাদন করবেন, তা যেন শহরের ক্ষতি না করে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। তা না হলে প্লাস্টিক ও পলিথিন উৎপাদন যারা করছে, তাদের কীভাবে শাস্তির আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখব।’
এ ছাড়া আগামী ৪ জানুয়ারি থেকে লেক দূষণ রোধে বনানী, গুলশান ও বারিধারা লেকে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীতে যাত্রা শুরু করা মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা মেট্রোরেল ব্যবহার করছেন, তাঁদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে মেট্রোর মধ্যে কোনো ময়লা ফেলবেন না। আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে।’
মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিডি ক্লিন আয়োজিত প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। প্রদর্শনীতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও সিগারেটের ফিল্টার দিয়ে মাছ, গাছ ও কচ্ছপের প্রতিকৃতি তৈরি করা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ৩০ টন প্লাস্টিকের বোতল বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে সংগ্রহ করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের মাসে তাঁরা এটা করেছেন। এসব বোতল ও পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ, একই সঙ্গে জলাবদ্ধতার কারণ। পরিবেশ দূষণকারী এসব উপাদান জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছে। সিগারেটের ফিল্টার মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। গত এক মাস ধরে শীতের মধ্যে বিডি ক্লিনের সদস্যরা কাজ করেছেন। সুন্দর আয়োজনে আমি মুগ্ধ।’ এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিডি ক্লিনকে শুভেচ্ছাস্বরূপ ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা করছে। তাদের লাভের জন্য দেশ ও দেশের ক্ষতি হবে এটা তো ঠিক না। যখন ড্রেন পরিষ্কার করছি, তখন প্লাস্টিকের বর্জ্য আর চিপস আসছে। আপনারা যে পণ্য উৎপাদন করবেন, তা যেন শহরের ক্ষতি না করে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। তা না হলে প্লাস্টিক ও পলিথিন উৎপাদন যারা করছে, তাদের কীভাবে শাস্তির আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখব।’
এ ছাড়া আগামী ৪ জানুয়ারি থেকে লেক দূষণ রোধে বনানী, গুলশান ও বারিধারা লেকে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে