ঢামেক প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় জামাল দেওয়ান গলির বাদশা মিয়ার বাড়িতে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ নিহত তরুণীর স্বামী তাঁকে হত্যা করেছেন।
নিহত তরুণী মেহেরুন্নেসা মীম (১৭) স্বামী সোহেলসহ ওই এলাকায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন।
আজ বেলা সোয়া ৩টার দিকে মীমকে অচেতন অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানান, মীমদের বাসার পাশের বাসায় ভাড়া থাকেন মীমের বড় বোন তন্বিকা ও তাঁর পরিবার।
হাসপাতালে নিহতের বড় বোন তন্বিকা আক্তার জানান, চার বছর আগে সোহেল নামে ওই যুবকের সঙ্গে মীমের বিয়ে হয়। তাঁদের ঘরে মাহিমা নামে দুই বছরের একটি সন্তান আছে। মীমের শ্বশুরবাড়ি শেরপুর জেলায়। শ্বশুরবাড়িতেই থাকতেন তাঁরা। দুই মাস আগে কামরাঙ্গীরচরে বাসা ভাড়া নেন মীম।
তন্বিকা বলেন, আজ দুপুরে গোসলের সময় সোহেল মীমকে বাথরুমে ডেকে নিয়ে যান। একপর্যায়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে তিনি সবাইকে বলেন, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বাথরুমে পড়ে আছেন। ফার্মেসি থেকে ওষুধ আনতে যাচ্ছেন তিনি। এরপর সোহেল আর ফিরে আসেননি। তখন পরিবারের লোকজন বাথরুমে গিয়ে দেখেন মীম অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত মীমকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, অচেতন অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার থেকে অভিযোগ করা হয়, নিহতের স্বামী তাঁকে গলাটিপে হত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা–পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় জামাল দেওয়ান গলির বাদশা মিয়ার বাড়িতে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ নিহত তরুণীর স্বামী তাঁকে হত্যা করেছেন।
নিহত তরুণী মেহেরুন্নেসা মীম (১৭) স্বামী সোহেলসহ ওই এলাকায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন।
আজ বেলা সোয়া ৩টার দিকে মীমকে অচেতন অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানান, মীমদের বাসার পাশের বাসায় ভাড়া থাকেন মীমের বড় বোন তন্বিকা ও তাঁর পরিবার।
হাসপাতালে নিহতের বড় বোন তন্বিকা আক্তার জানান, চার বছর আগে সোহেল নামে ওই যুবকের সঙ্গে মীমের বিয়ে হয়। তাঁদের ঘরে মাহিমা নামে দুই বছরের একটি সন্তান আছে। মীমের শ্বশুরবাড়ি শেরপুর জেলায়। শ্বশুরবাড়িতেই থাকতেন তাঁরা। দুই মাস আগে কামরাঙ্গীরচরে বাসা ভাড়া নেন মীম।
তন্বিকা বলেন, আজ দুপুরে গোসলের সময় সোহেল মীমকে বাথরুমে ডেকে নিয়ে যান। একপর্যায়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে তিনি সবাইকে বলেন, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বাথরুমে পড়ে আছেন। ফার্মেসি থেকে ওষুধ আনতে যাচ্ছেন তিনি। এরপর সোহেল আর ফিরে আসেননি। তখন পরিবারের লোকজন বাথরুমে গিয়ে দেখেন মীম অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত মীমকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, অচেতন অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার থেকে অভিযোগ করা হয়, নিহতের স্বামী তাঁকে গলাটিপে হত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা–পুলিশকে জানানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৪৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে