নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর থানার আহাম্মেদনগর এলাকার একটি বাসা থেকে ২৪ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। মামলার তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ পায় পুলিশ। এতে দেখা যায়, দুই যুবক ফাঁকা বাসার তৃতীয় তলায় উঠে তালা ভেঙে মাত্র ৩০ মিনিটে সর্বস্ব লুটে নিয়ে যায়।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। এরপর সাভার ও চাঁদপুরে অভিযান চালিয়ে দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি চোরাই স্বর্ণ কেনাবেচা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জুলহাস (৩১), বিল্লাল হোসেন (২৬) ও লিটন বর্মণ। গতকাল বৃহস্পতিবার সাভার ও চাঁদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চুরি যাওয়া গয়নাসহ ৮.১০ ভরি স্বর্ণ, বিভিন্ন ধরনের চাবি, রেঞ্জসহ চুরি করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানার আহাম্মেদনগর এলাকার সিরাজুম মুনীরার বাসার তালা ভেঙে আনুমানিক ২৪ ভরি স্বর্ণ এবং নগদ ৬০ হাজার টাকা চুরি করা হয়। পরে সিসিটিভি দেখে জুলহাস-বিল্লাল সহোদরকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সাভার গেণ্ডা বাস স্টেশন থেকে বিল্লাল হোসেন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের মতলব থেকে জুলহাসকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চোরাই এসব স্বর্ণ রাখার অভিযোগে লিটন বর্মণ নামে এক স্বর্ণ দোকানদারকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভোলার লালমোহন উপজেলার আবু কালামের ছেলে জুলহাস ও বিল্লাল। সেই ছোটবেলা থেকেই চুরি শুরু করেন তাঁরা। দুজনে ২০০৮ সাল থেকে চুরি শুরু করেন। তখন থেকে ১৫ বছর ধরেই চুরি করছেন।
তাঁদের দেওয়া তথ্যমতে, এই ১৫ বছরে তাঁরা দুই শতাধিক চুরি করেছেন। চুরি করেই তাঁরা অন্য জেলায় চলে যান। ফলে অধিকাংশ ঘটনায় তাঁরা ধরাছোঁয়ার বাইরে থাকেন। এতগুলো চুরি করলেও তাঁরা ধরা পড়েন মাত্র ১০ বারের মতো। আর মামলা হয়েছে মাত্র তিনটি। অন্য সবাই সবকিছু চুরি করলেও জুলহাস ও বিল্লাল শুধু স্বর্ণ ও নগদ টাকা চুরি করেন। কারণ এ দুটি সহজেই বহনযোগ্য। সাধারণত সব চোর রাতের বেলা চুরি করলেও ব্যতিক্রম এ দুই সহোদর। তাঁরা চুরি করেন দিনের বেলায়। দিনের বেলায় সাধারণত যে সময়টাতে বাচ্চারা স্কুলে থাকে, সেই সময়টাকেই তাঁরা চুরির জন্য বেছে নেন। সেই সময় ঘরের পুরুষ সদস্যরা অফিসে থাকেন। আর নারী সদস্যরা বাচ্চাদের নিয়ে স্কুলে থাকেন। ফলে বাসা পুরো ফাঁকা থাকে। গাড়ি চালানোর সুবাদে আগে থেকেই এমন একটি বাসা টার্গেট করেন বিল্লাল। পরে জুলহাসসহ এসে নির্দিষ্ট সেই বাসায় চুরি করেন।
দুই ভাইয়ের মধ্যে জুলহাস বড়, বিল্লাল ছোট। বয়সে ছোট হলেও চুরিতে বড় বিল্লাল। মাত্র ১১ বছর বয়স থেকেই চুরি শুরু করেন তিনি। তখনো শুধু স্বর্ণ আর টাকা চুরি করতেন। পরে তাঁর কাছ থেকেই চুরি শেখেন জুলহাস। দুই ভাই মিলে চুরি করলেও বিল্লাল সব সময়ই বাসা টার্গেট করেন এবং পাহারায় থাকেন। আর চুরি করেন জুলহাস।
জুলহাসের শ্বশুর মো. আলাউদ্দিন। তিনি থাকেন চাঁদপুরের মতলবে। প্রতিবার চুরি করার পরপরই শ্বশুরবাড়ি চলে যান জুলহাস। জামাইয়ের এই চুরির কথা শ্বশুরের অজানা নয়। তিনি এতে বাধা দেওয়া দূরের কথা, উল্টো সহযোগিতা করেন জামাইকে। জামাই জুলহাস স্বর্ণ চুরি করে তা শ্বশুরের হাতেই তুলে দেন। আর শ্বশুর সেই স্বর্ণ বিক্রি করেন। মিরপুর থেকে চুরি করা স্বর্ণও জুলহাস তাঁর শ্বশুরের হাতেই তুলে দেন। শ্বশুর সেই স্বর্ণ চাঁদপুর উত্তর মতলবের ছেঙ্গারচর বাজারের একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। অভিযান চালানোর সময় জামাই জুলহাস গ্রেপ্তার হলেও পালিয়ে যান শ্বশুর আলাউদ্দিন।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর থানার আহাম্মেদনগর এলাকার একটি বাসা থেকে ২৪ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। মামলার তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ পায় পুলিশ। এতে দেখা যায়, দুই যুবক ফাঁকা বাসার তৃতীয় তলায় উঠে তালা ভেঙে মাত্র ৩০ মিনিটে সর্বস্ব লুটে নিয়ে যায়।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। এরপর সাভার ও চাঁদপুরে অভিযান চালিয়ে দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি চোরাই স্বর্ণ কেনাবেচা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জুলহাস (৩১), বিল্লাল হোসেন (২৬) ও লিটন বর্মণ। গতকাল বৃহস্পতিবার সাভার ও চাঁদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চুরি যাওয়া গয়নাসহ ৮.১০ ভরি স্বর্ণ, বিভিন্ন ধরনের চাবি, রেঞ্জসহ চুরি করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানার আহাম্মেদনগর এলাকার সিরাজুম মুনীরার বাসার তালা ভেঙে আনুমানিক ২৪ ভরি স্বর্ণ এবং নগদ ৬০ হাজার টাকা চুরি করা হয়। পরে সিসিটিভি দেখে জুলহাস-বিল্লাল সহোদরকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সাভার গেণ্ডা বাস স্টেশন থেকে বিল্লাল হোসেন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের মতলব থেকে জুলহাসকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চোরাই এসব স্বর্ণ রাখার অভিযোগে লিটন বর্মণ নামে এক স্বর্ণ দোকানদারকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভোলার লালমোহন উপজেলার আবু কালামের ছেলে জুলহাস ও বিল্লাল। সেই ছোটবেলা থেকেই চুরি শুরু করেন তাঁরা। দুজনে ২০০৮ সাল থেকে চুরি শুরু করেন। তখন থেকে ১৫ বছর ধরেই চুরি করছেন।
তাঁদের দেওয়া তথ্যমতে, এই ১৫ বছরে তাঁরা দুই শতাধিক চুরি করেছেন। চুরি করেই তাঁরা অন্য জেলায় চলে যান। ফলে অধিকাংশ ঘটনায় তাঁরা ধরাছোঁয়ার বাইরে থাকেন। এতগুলো চুরি করলেও তাঁরা ধরা পড়েন মাত্র ১০ বারের মতো। আর মামলা হয়েছে মাত্র তিনটি। অন্য সবাই সবকিছু চুরি করলেও জুলহাস ও বিল্লাল শুধু স্বর্ণ ও নগদ টাকা চুরি করেন। কারণ এ দুটি সহজেই বহনযোগ্য। সাধারণত সব চোর রাতের বেলা চুরি করলেও ব্যতিক্রম এ দুই সহোদর। তাঁরা চুরি করেন দিনের বেলায়। দিনের বেলায় সাধারণত যে সময়টাতে বাচ্চারা স্কুলে থাকে, সেই সময়টাকেই তাঁরা চুরির জন্য বেছে নেন। সেই সময় ঘরের পুরুষ সদস্যরা অফিসে থাকেন। আর নারী সদস্যরা বাচ্চাদের নিয়ে স্কুলে থাকেন। ফলে বাসা পুরো ফাঁকা থাকে। গাড়ি চালানোর সুবাদে আগে থেকেই এমন একটি বাসা টার্গেট করেন বিল্লাল। পরে জুলহাসসহ এসে নির্দিষ্ট সেই বাসায় চুরি করেন।
দুই ভাইয়ের মধ্যে জুলহাস বড়, বিল্লাল ছোট। বয়সে ছোট হলেও চুরিতে বড় বিল্লাল। মাত্র ১১ বছর বয়স থেকেই চুরি শুরু করেন তিনি। তখনো শুধু স্বর্ণ আর টাকা চুরি করতেন। পরে তাঁর কাছ থেকেই চুরি শেখেন জুলহাস। দুই ভাই মিলে চুরি করলেও বিল্লাল সব সময়ই বাসা টার্গেট করেন এবং পাহারায় থাকেন। আর চুরি করেন জুলহাস।
জুলহাসের শ্বশুর মো. আলাউদ্দিন। তিনি থাকেন চাঁদপুরের মতলবে। প্রতিবার চুরি করার পরপরই শ্বশুরবাড়ি চলে যান জুলহাস। জামাইয়ের এই চুরির কথা শ্বশুরের অজানা নয়। তিনি এতে বাধা দেওয়া দূরের কথা, উল্টো সহযোগিতা করেন জামাইকে। জামাই জুলহাস স্বর্ণ চুরি করে তা শ্বশুরের হাতেই তুলে দেন। আর শ্বশুর সেই স্বর্ণ বিক্রি করেন। মিরপুর থেকে চুরি করা স্বর্ণও জুলহাস তাঁর শ্বশুরের হাতেই তুলে দেন। শ্বশুর সেই স্বর্ণ চাঁদপুর উত্তর মতলবের ছেঙ্গারচর বাজারের একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। অভিযান চালানোর সময় জামাই জুলহাস গ্রেপ্তার হলেও পালিয়ে যান শ্বশুর আলাউদ্দিন।

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে